বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঢাকায় বসে থেকে মনোনয়ন পাওয়া যাবে না : কাদের

সাতক্ষীরা প্রতিনিধি

ঢাকায় বসে থেকে মনোনয়ন পাওয়া যাবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের কর্মীদের মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা মঞ্চে বসা নেতাদের মধ্যে। এখনই সতর্ক হোন। নইলে বিপদ আছে। বড় বড় বিলবোর্ড, বড় বড় ব্যানারে ছবি টাঙিয়ে অথবা ঢাকায় বসে থেকে মনোনয়ন পাওয়া যাবে না। মনোনয়ন হবে জনগণ ও দলীয় কর্মীদের মতামতের ভিত্তিতে। গতকাল সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সাতক্ষীরায় যখন হিন্দুদের বাড়িঘরে হামলা হলো, আওয়ামী লীগ নেতারা তখন কোথায় ছিলেন? সাতক্ষীরায় হিন্দুদের ওপর হামলা হয়, দলীয় নেতা-কর্মী খুন হন, তাদের বিপদে ফেলে যারা ঢাকায় থাকেন তাদের মনোনয়ন হবে না। যারা ঢাকায় থাকেন তারা সাতক্ষীরায় ফিরে আসুন। জনগণের সঙ্গে মিশুন। আওয়ামী লীগের কর্মীদের পাশে দাঁড়ান। জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, সাবেক মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্থানীয় এমপি মীর মোস্তাক আহমেদ রবি, জগলুল হায়দার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রিফাত আমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ। এ সময় ওবায়দুল কাদের দলীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন। বিএনপিই সংলাপের পথ বন্ধ করেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোকোর (আরাফাত রহমান কোকো) মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে সহমর্মিতা জানাতে গিয়েছিলেন। কিন্তু তাকে বাধা দেওয়া হয়। এর মধ্য দিয়েই সংলাপের পথ বিএনপিই বন্ধ করে দিয়েছে। তাদের মুখে এখন সংলাপের কথা মানায় না। তিনি বলেন, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের আদালতে ইতিমধ্যে তারেক রহমানের মানি লন্ডারিংসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। সম্প্রতি সৌদি আরবের রাজপরিবারের গ্রেফতার সদস্যদের স্বীকারোক্তিতেও খালেদা জিয়া এবং তারেক রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদের অস্তিত্ব মিলেছে। চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা যাতে আওয়ামী লীগের সদস্য না হতে পারে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায়, তাই অনেকেই আসবে। কিন্তু ক্ষমতায় না থাকলে পাঁচ হাজার ওয়াটের বাল্ব জ্বালিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না। সাতক্ষীরাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘সব রাস্তার টেন্ডার হয়ে গেছে। আগামী জুনের মধ্যে আপনারা বাস্তবে দেখতে পাবেন। আমি যে প্রতিশ্রুতি দিই তা পূরণ করি।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অসৎ নেতৃত্ব দিয়ে দল চলবে না। তারা ঘরে থাকলে বাইরের শত্রুর প্রয়োজন হবে না। আওয়ামী লীগে অনেক আগাছা-পরগাছা রয়েছে। দলে এসব আগাছা-পরগাছার দরকার নেই। তিনি বলেন, ‘দল ভারী ও পকেট ভারী করার জন্য অসাধু নেতা-কর্মীকে দলে টানবেন না।’ এদিকে নিজস্ব প্রতিবেদক যশোর জানান, সকালে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচনে না আসার কোনো সুযোগ নেই। রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকির মধ্যে ফেলতে না চাইলে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক আমরা তা চাই। তারা না এলেও নির্বাচন কারও জন্য থেমে থাকবে না। নির্বাচনের ট্রেন চলবেই। গণতন্ত্রের যাত্রা ব্যাহত হওয়ার সুযোগ নেই।’

সর্বশেষ খবর