শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
নির্বাচনী তত্পরতা দুই সিটিতে

মেয়র পদের সঙ্গে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নতুন ৩৬ ওয়ার্ডেও ভোট

সিটি নির্বাচন

গোলাম রাব্বানী

মেয়র পদের সঙ্গে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নতুন ৩৬ ওয়ার্ডেও ভোট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের সময় অবশিষ্ট মেয়াদের জন্য উত্তর-দক্ষিণ সিটির নতুন যুক্ত ৩৬টি সাধারণ ও সংরক্ষিত ১২টি ওয়ার্ডে কাউন্সিলর পদেও ভোট করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী রবিবার নির্বাচন কমিশনের ১৫তম সভায় এ-সংক্রান্ত আলোচ্যসূচি রাখা হয়েছে। এ ছাড়া এ নির্বাচন অনুষ্ঠানে একটি কার্যপত্র তৈরি করেছে ইসি সচিবালয়। ইসির কর্মকর্তারা উপনির্বাচনের বিষয়ে কয়েকটি পর্যবেক্ষণ দিয়েছেন। এর মধ্যে রয়েছে : মেয়র পদের উপনির্বাচনের এখতিয়ারাধীন এলাকা, সীমানা, ওয়ার্ড, শূন্যপদে উপনির্বাচনের জন্য ওয়ার্ড বিভক্তি ও ভোটার তালিকা পুনর্বির্ন্যাস; ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশবিষয়ক কার্যক্রমে প্রভাব এবং বর্ধিত ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদ বিষয়ে পর্যালোচনা। এসব বিষয় কার্যপত্রে উল্লেখ করেছে ইসি সচিবালয়। সূত্র জানিয়েছে, উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে ইসিকে অনুরোধ করা হয়েছে। এরপর ইসি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে। এ ক্ষেত্রে বিধান অনুযায়ী উপনির্বাচনে নির্বাচিত মেয়র (অবশিষ্ট মেয়াদের জন্য) ১৩ মে, ২০২০ পর্যন্ত বহাল থাকবেন। এই সিটিতে ২০১৫ সালের ২৮ এপ্রিল ভোট হওয়ার পরে ওই বছর ১৪ মে প্রথম সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা রয়েছে। এজন্য পরীক্ষার মাঝে ভোট করার জন্য একটি উপযুক্ত সময় চিন্তা করা হচ্ছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে একটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে ভোটের জন্য ৪৫ দিন হাতে রেখে তফসিল দেবে কমিশন। ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর ১ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। সে ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়র পদ পূরণ করার জন্য ২৭ ফেব্রুয়ারির মধ্যে এ উপনির্বাচন করতে হচ্ছে ইসিকে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নতুন যুক্ত সাধারণ ওয়ার্ডসহ উত্তর সিটির ওয়ার্ড দাঁড়াল ৫৪ ও দক্ষিণ সিটির ৭৫-এ। তারা বলেন, ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নতুন ওয়ার্ডের ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে। এবার এই সিটিতে নতুন ১৮ ওয়ার্ড যুক্ত হয়েছে। সে হিসেবে ভোটার সংখ্যাও বাড়বে। ২০১৫ সালের ২৮ এপ্রিল উত্তর সিটিতে প্রথমে নির্দলীয় ভোট হলেও এবারে দলীয় প্রতীকে উপনির্বাচন হবে। এ ক্ষেত্রে ভোটের মাঠে নৌকা-ধানের শীষের লড়াই হবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। এ ছাড়া ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের প্রার্থী নিয়ে ভাবনাচিন্তা করছে। চলতি বছর জুলাইয়ে যুক্তরাজ্যে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আনিসুল হক। চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর