শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
রংপুর সিটি নির্বাচন

ফলাফল পুনর্গণনা চেয়ে বিএনপির মেয়র প্রার্থীর রিট

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ফলাফল পুনর্গণনা চেয়ে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা রিট করেছেন। রিটের শুনানি শেষে এ বিষয়ে ৭ জানুয়ারি আদেশের দিন নির্ধারণ করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বাধীন হাই কোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রিট আবেদনকারী কাওসার জামান বাবলা বলেন, ‘আমরা নির্বাচন শুরুর পর থেকে ফলাফল জালিয়াতির শঙ্কা করছিলাম। এজন্য আমরা সেনা মোতায়েনেরও দাবি জানিয়ে আসছিলাম। আমরা মাঠে প্রচারণা চালানোর সময় ধানের শীষ প্রতীকের প্রতি ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি। আমি জিততে না পারলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকতাম। কিন্তু ফলাফল জালিয়াতি করে আমাকে তৃতীয় স্থানে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ফলাফল জালিয়াতির আশঙ্কা টের পেয়ে ভোট গ্রহণের দিন রাত ৯টায় আমি আমার নিজ বাড়িতে সংবাদ  সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলাম। পরে ফলাফল পুনর্গণনা চেয়ে ৩১ ডিসেম্বর হাই কোর্টে রিট করি।’ প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু। আর ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর