শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
স্কুলছাত্রীকে ইভ টিজিং

অভিযুক্ত পাঁচ পুলিশের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বটিয়াঘাটায় স্কুলছাত্রীকে ইভ টিজিং ও এর প্রতিবাদ করায় ভাইকে মারধরের ঘটনায় অভিযুক্ত ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। গত দুইদিনে খারাবাদ বাইনতলা স্কুল অ্যান্ড কলেজের সাত ছাত্রী, পুলিশের নির্যাতনে আহত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইনের ছাত্র আহত তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়দের লিখিত সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি আগামী দুয়েকদিনের মধ্যে জেলা পুলিশ সুপার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এদিকে অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে আজ (শনিবার) নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মানববন্ধন করবে বলে জানা গেছে। আহত তরিকুলের বাবা স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক মুজিবর রহমান এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া আহত তরিকুল ও অভিযুক্ত পুলিশ সদস্যদের মুখোমুখি করে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে খারাবাদ বাইনতলা ক্যাম্পের পুলিশ সদস্যদের দ্বারা ইভ টিজিংয়ের শিকার হয় কয়েকজন স্কুলছাত্রী। এ ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী এক স্কুলছাত্রীর ভাই তরিকুল ইসলামকে ক্যাম্পে ধরে নিয়ে নির্যাতন করে ৫ পুলিশ সদস্য। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পুলিশ ক্যাম্প ঘেরাও ও দোষী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন। ওই দিনই অভিযুক্ত ৫ জনসহ ক্যাম্পের ১২ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

 তদন্ত কমিটির সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) সজীব খান সাংবাদিকদের বলেন, ‘অভিযোগকারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।’

সর্বশেষ খবর