শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ছুটির দিনে উপচে পড়া ভিড় বাণিজ্য মেলায়

নিজস্ব প্রতিবেদক

ছুটির দিনে উপচে পড়া ভিড় বাণিজ্য মেলায়

তীব্র শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে গতকাল ছুটির দিনে বাণিজ্য মেলায় ছিল উপচে পড়া ভিড়। লক্ষাধিক ক্রেতা-দর্শনার্থীর ঢল নামে এদিন। শিশু-কিশোর-যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষে ঠাঁসা ছিল মেলা অঙ্গন। জানা গেছে, সকালে ভিড় কম থাকলেও দুপুর থেকে রাত পর্যন্ত ক্রেতার ভিড়ের সঙ্গে স্টল ও প্যাভিলিয়নগুলোতে বিক্রিও বেড়েছে অনেক। রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী এই বাণিজ্য মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। রপ্তানি বাড়ানো ও দেশি-বিদেশি পণ্যের সঙ্গে ক্রেতা-দর্শনার্থীর পরিচয় করিয়ে দিতে প্রতিবছর এ মেলা করে আসছে সরকার। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, এ মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত। মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন রকম পণ্য সামগ্রী প্রদর্শন করছে। সরেজমিন দেখা গেছে, শীত, হালকা কুয়াশা এবং কাঁচা রোদ গায়ে মেখে পরিবার-পরিজন আর বন্ধুবান্ধব মিলে বাণিজ্য মেলায় ভিড় করেন নগরবাসী। পছন্দের শীর্ষে বাবা রাফি : এবারে বাণিজ্য মেলায় দুটি প্যাভিলিয়ন নিয়ে অংশ নেওয়া বিশ্বখ্যাত কাবাব চেইন প্রতিষ্ঠান বাবা রাফিতে ভোজন রসিকদের ব্যাপক আনাগোনা দেখা যাচ্ছে। মেলার পূর্ব ও পশ্চিম প্রান্তের এই দুটি প্যাভিলিয়নে বিশেষ ছাড় দিচ্ছে বাবা রাফি। কয়েকজন ক্রেতা জানিয়েছেন, এই খাবার প্রতিষ্ঠানটি তাদের পছন্দের শীর্ষে রয়েছে। বাবা রাফির প্রোডাকশন ম্যানেজার আরিফ হাসান মাহমুদ বলেন, ‘প্রচণ্ড শীত হলেও প্যাভিলিয়নে যুগল ক্রেতাদের ভিড় নজর কাড়ার মতো। ক্রেতাদের ব্যাপক ভিড় হচ্ছে।’ বাবা রাফি সূত্র জানিয়েছে, এবার বাণিজ্য মেলায় বেশ কিছু স্পেশাল মেন্যু তৈরি করেছে বাবা রাফি। এর মধ্যে আছে— চার ও ছয় জনের এফএনএফ প্যাকেজ। এর বাইরে ভিন্ন ভিন্ন দামে পাওয়া যাচ্ছে কাবাব, বার্গার, তন্দুরি বার্গার, কাবাব রাইচ, তন্দুরি রাইচ, ফ্রিস, কমবো, কাবাব বার্গার, কাবাব সাব, চিকেন পপকন ও আইসক্রিমসহ সুস্বাদু মজাদার সব খাবার। এ সব খাদ্য পণ্য মাত্র ৮০ টাকা থেকে ২৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে চার জনের এফএনএফ প্যাকেজের দাম ৯৬০ টাকা এবং ছয় জনের প্যাকেজের দাম ১৪৭০ টাকা।

সর্বশেষ খবর