শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
দৃষ্টান্ত

ছেলে পরীক্ষার্থী বলে দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছেলে এসএসসি পরীক্ষার্থী। তাই পরীক্ষার সময় নিষ্কলুষ থাকার জন্য স্বেচ্ছায় অব্যাহতি নিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। তাঁর অনুপস্থিতিতে পরীক্ষা  সংক্রান্ত দায়িত্ব পালন করবেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তাওয়ারিক আলম। নিজেকে নৈতিক উচ্চতায় তোলার চমৎকার দৃষ্টান্ত স্থাপন করলেন মাহবুব হাসান। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বলেন, ১ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের এসএসসি পরীক্ষা। পরীক্ষা নিয়ন্ত্রকের কাজের সঙ্গে কোনো শিক্ষার্থী কিংবা পরীক্ষার্থীর সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। তবুও ছেলের অংশগ্রহণের কারণে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক এসএসসি পরীক্ষায় তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তাই তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আদেশ পরীক্ষা শুরুর দিন থেকে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত কার্যকর থাকবে।

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধ্যাদেশ ১৯৬১-র প্রথম রেগুলেশনের ৩ (১) ও (২) ধারা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক চেয়ারম্যানের নিয়ন্ত্রণাধীনে শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তার মূল কাজ, সরকার নির্ধারিত সময়ে পাবলিক পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা এবং প্রস্তুতকৃত ফল প্রকাশ করা।

সর্বশেষ খবর