শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রাখাইনে গণহত্যার তদন্ত চায় অ্যামনেস্টি

ক্যাম্পে আগুনে চারজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার ব্যাপারে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ১০ জন রোহিঙ্গা মুসলিমকে হত্যার সঙ্গে সেনাসদস্যরা জড়িত রয়েছে বলে প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর স্বীকারোক্তির পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ধরনের আহ্বান জানিয়েছে। সূত্র : আল জাজিরা।

অ্যামনেস্টি বলেছে, দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা হত্যার ব্যাপারে জড়িতদের বিষয়ে যে স্বীকারোক্তি দিয়েছে তা অবশ্যই ইতিবাচক। তবে বিশাল অপরাধের এটি একেবারেই খণ্ডচিত্র। প্রসঙ্গত, রাখাইন রাজ্যের মংডুর ইন দিন গ্রামে গত ডিসেম্বরে একটি গণকবরের সন্ধান পায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই গণকবর থেকে কমপক্ষে ১০ জন রোহিঙ্গার মরদহে উদ্ধার করা হয়। যা নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা এখনো অব্যাহত রয়েছে। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জনের মৃত্যু : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এরা হলেন—উখিয়ার বালুখালী টিভি রিলে কেন্দ্র সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুর রহিমের স্ত্রী নুর হাবা (৩০), মেয়ে দিল চাঁন বিবি (৬), ছেলে আমিন শরীফ (৮) ও আসমা খাতুন (৩)। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১১টায় তাবুর ভিতরে রান্না করার সময় আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।

আশপাশে আগুন নিভানোর তেমন কোনো ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণ আনার আগেই একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ৪ জন রোহিঙ্গা নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।

 

সর্বশেষ খবর