শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঢাবি প্রক্টরকে অবরুদ্ধ ও ভাঙচুরে মামলা

এবার সড়ক অবরোধে সাত কলেজ শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রক্টরকে অবরুদ্ধ ও ভাঙচুরের ঘটনায় গতকাল মামলা দায়ের হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত ৫০-৬০ জনকে। এদিকে পরীক্ষার ফল প্রকাশসহ কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে নীলক্ষেত-নিউমার্কেট মোড়ে জড়ো হয়ে তারা এ অবরোধ শুরু করেন। এ সময় রাস্তার দুইধারে ফল প্রকাশসহ কয়েকটি দাবি লেখাসংবলিত পোস্টার প্রদর্শন করে তারা নানা ধরনের স্লোগান দেন। অবরোধের কারণে আশপাশের রাস্তায় কয়েকশ’ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ খবর পেয়ে বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী প্রক্টর, ওয়ার্ড কমিশনার উপস্থিত হয়ে আন্দোলনরতদের প্রতিনিধি পাঠিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গিয়ে দাবি তুলে ধরার অনুরোধ করেন।

মামলা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবরুদ্ধ করে রাখা ও ফটক ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান খান বাদী হয়ে গতকাল এই মামলাটি করেন। এদিকে শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ খবর