শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দক্ষিণের ভোটও হাই কোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক

উত্তর সিটির পর এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনও আটকে গেল। গতকাল পৃথক দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ নির্বাচনের তফসিলের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করে দিয়েছে। আদেশের পাশাপাশি রুলও জারি করে আদালত। রুলে ওই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর ২৬ বিধি অনুযায়ী মেয়র ও কাউন্সিলর পদে একই সঙ্গে নির্বাচন করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্থানীয় সরকার সচিব, ইসি সচিব, ইসির যুগ্ম সচিবসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন ও নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয় হাই কোর্ট। পৃথক দুটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। ডিএসসিসি নির্বাচনের বিষয়ে রিট আবেদন দুটি দায়ের করেন ডেমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটার মো. মোজাম্মেল মিয়া ও চেয়ারম্যান জয়নাল আবেদিন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন আইনজীবী পার্থ সারথি মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। আদেশের পর পার্থ সারথি সাংবাদিকদের বলেন, ‘আদালত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি কাউন্সিলর ও ৬টি সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনের তফসিল স্থগিত করে রুল জারি করেছে।’ তিনি বলেন, ‘কারণ, তফসিল অনুযায়ী কাউন্সিলর প্রার্থীদের বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। ফলে যারা প্রার্থী হবেন, তারা কিন্তু জানেন না তারা ভোটার কি-না। এ ছাড়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর ২৬ বিধি অনুযায়ী মেয়র ও কাউন্সিলর পদে একই সঙ্গে নির্বাচন করার বিধান রয়েছে।’ এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ড ও ৬টি সংরক্ষিত আসনে কাউন্সিলর নির্বাচন চ্যালেঞ্জ করে আরও এক রিট আবেদন হাই কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী রবিবার এই আবেদনের ওপর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে শুনানি হতে পারে। দক্ষিণ সিটিতে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডের আক্তার হোসেনসহ ৮ জন ভোটার ওই রিট আবেদনটি দায়ের করেন। আবেদনে তাদের যুক্তি হচ্ছে, ডিএসসিসিতে ১৮টি ওয়ার্ড নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে। নতুনভাবে যুক্ত হওয়া এসব ওয়ার্ডের ভোটাররা কোনো মেয়রকে ভোট দিতে পারবেন না। এ ছাড়া কাউন্সিলররা নির্বাচিত হবেন মাত্র দুই বছরের জন্য, যা আইন অনুমোদন করে না। পাশাপাশি যারা এবার হালনাগাদে ডিএসসিসির নতুন ভোটার হয়েছেন, তারা কাউন্সিলর পদে ভোট দিতে পারবেন, কিন্তু প্রার্থী হতে পারবেন না। এটা সংবিধান পরিপন্থী।

সর্বশেষ খবর