শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কোটি ভোটার পাবেন কাগুজে এনআইডি

নিজস্ব প্রতিবেদক

পাঁচ বছর ধরে এক কোটিরও বেশি নাগরিক যাদের হাতে কোনো ধরনের জাতীয় পরিচয়পত্র নেই তাদের ১ ফেব্রুয়ারি থেকে লেমিনেটেড এনআইডি (কাগুজে) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর নাগরিকদের লেমিনেটেড এনআইডিও দেওয়া হয়। নবম সংসদে ভোটার ছিল ৮ কোটি ১০ লাখেরও বেশি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময় দশম সংসদে ভোটার ছিল ৯ কোটি ১৯ লাখের বেশি, যাদের স্মার্টকার্ড দেওয়া হচ্ছে। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে এ ভোটার দাঁড়াচ্ছে ১০ কোটি ৪০ লাখের বেশি। তবে ২০১২ সালের পর যে সোয়া কোটি তরুণ ভোটার নিবন্ধিত হয়েছেন, তাদের মূলত কোনো জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়নি। সিদ্ধান্ত ছিল তাদেরও স্মার্টকার্ড দেওয়া হবে; কিন্তু এ কাজ এগিয়ে নিতে পারছে না ইসি। গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভার সিদ্ধান্ত তুলে ধরে ভারপ্রাপ্ত সচিব বলেন, ২০১২ সাল থেকে  যেসব ভোটার জাতীয় পরিচয়পত্র পাননি; আগামী ফেব্রুয়ারির ১ তারিখ থেকে গ্রামে গ্রামে গিয়ে উত্সবমুখর পরিবেশে তাদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

প্রবাসী ও হিজড়াদের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত : প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। এ লক্ষ্যে আন্তর্জাতিক সেমিনার করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, সভায় নির্বাচন কমিশন যারা প্রবাসী ভোটার রয়েছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে একটি আন্তর্জাতিক সেমিনার করা হবে। সেমিনারে যেসব সুপারিশমালা প্রণয়ন করা হবে তার আলোকে প্রবাসী ভোটার তালিকা নীতিমালা প্রণয়ন করা হবে। সেই সঙ্গে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সার্কভুক্ত দেশগুলোর প্রধান নির্বাচন কমিশনারদের ফেমবোসা আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ভারপ্রাপ্ত সচিব জানান, তৃতীয় লিঙ্গের (হিজড়া) নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় আইন-বিধি সংশোধন ও নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠন করা হয়েছে। দেশে ১০ হাজারের মতো হিজড়া রয়েছে। বর্তমানে ‘নারী’ ও ‘পুরুষের’ পরিচয়ে তারা ভোটার হচ্ছেন। আইন-বিধি সংশোধনের পর নিবন্ধন ফরমে বাইরে ‘হিজড়া’ অপশনটি চূড়ান্ত হলেই আগামীতে স্বতন্ত্র পরিচয়ে অন্তর্ভুক্ত হতে পারবেন তারা। 

সর্বশেষ খবর