শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
কৃষি সংবাদ

ফরিদপুরে সরিষার বাম্পার ফলন

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

ফরিদপুরে সরিষার বাম্পার ফলন

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফরিদপুরে সরিষার বাম্পার ফলন হয়েছে। কয়েক বছরের তুলনায় এ বছর জেলায় সরিষার আবাদ বেড়েছে। চারিদিকে সরিষার হলুদ ফুলে সেজেছে বিস্তীর্ণ মাঠ। দুই চোখ যেদিক যায় সেদিকেই শুধু হলুদের সমারোহ। হলুদের মধ্যে মৌমাছির আনাগোনা আর কিশোর-কিশোরীদের আনন্দ উচ্ছ্বাস যেন প্রকৃতিকে ভিন্ন রূপ দিয়েছে। সরিষার আবাদ ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। তবে গত বছরের তুলনায় এ বছর সরিষার ফলন ভালো হলেও উত্পাদন খরচ বেশি হওয়ায় কৃষকরা শঙ্কার মধ্যে পড়েছে ন্যায্য দাম পাওয়া নিয়ে। তারা বলছেন, সার ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় উত্পাদন খরচ বেশি হচ্ছে। সরকারি সহযোগিতা এবং সরিষার দাম ভালো পাওয়া গেলে আগামীতে আবাদ  আরও বাড়াবেন। জেলার চরমাধবদিয়া ইউনিয়নের কৃষক সাহাবুদ্দিন, নৈমুদ্দিন বেপারী, ফজল শেখ জানান, সরিষা আবাদে তারা এবার লাভবান হবার স্বপ্ন দেখছেন। তবে উত্পাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। সরকারের সহযোগিতা পেলে আগামীতে ব্যাপক হারে সরিষার আবাদে আগ্রহ দেখিয়েছেন এ অঞ্চলের কৃষকরা। নর্থচ্যানেল ইউনিয়নের রহমতউল্যাহ, কুব্বাদ বেপারী, রমজান বেপারী জানান, এ বছর তারা সরিষার আবাদ করেছেন। তবে কয়েকদিনের কুয়াশার কারণে খেতের কিছুটা ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, গত বছরগুলোর তুলনায় এ বছর অধিকহারে সরিষার আবাদ হয়েছে। কৃষকদের নানা প্রকার পরামর্শ এবং সহযোগিতার কারণেই সরিষার আবাদ বেশি হয়েছে। আগামীতে সরিষা আবাদে কৃষকদের আরও সেবা ও পরামর্শ দেবেন তারা। জেলায় এ বছর সরিষার আবাদ হয়েছে ৭ হাজার ৫১০ হেক্টর জমিতে। সরিষার আবাদ ভালো হওয়ার কারণ সম্পর্কে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর জানান, ফরিদপুরে সরিষার উত্পাদন বাড়াতে উচ্চ ফলনশীল ও উন্নত জাতের সরিষার আবাদের জন্য কৃষকদের সব প্রকার পরামর্শ প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর