রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন

বগুড়ায় বালু উত্তোলন রোধে অভিযান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশ করার পর বগুড়ায় বালু উত্তোলনে অভিযান চালানো হয়েছে। গতকাল সকালে বগুড়া সদর ভূমি কর্মকর্তার নেতৃত্বে শহরের আজিজুল হক পুরাতন ভবনের পেছনে করতোয়া নদীর অংশে বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের খবর টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। কাউকে আটক করা না গেলেও প্রশাসন বলছে এই অভিযান অব্যাহত থাকবে। এর আগেও এ বিষয়ে অভিযান পরিচালনা করা হয়েছিল।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম জানান, করতোয়া নদীকে অবৈধ দখলমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছ। এ নিয়ে একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা তৈরি হলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বগুড়া সদরের ভূমি কর্মকর্তা তমাল হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোল রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। এমনকি শনিবার সকালেও বগুড়া শহরের আজিজুল হক পুরাতন ভবনের পিছনে করতোয়া নদী অংশে বালু উত্তোলন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

সর্বশেষ খবর