সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মনোযোগী হতে হবে সুশাসন প্রতিষ্ঠায়

—— সালেহ উদ্দিন আহমেদ

মনোযোগী হতে হবে সুশাসন প্রতিষ্ঠায়

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের বিকাশমান ব্যাংকিং খাতে সব ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তদারকি বাড়াতে হবে। আইনের শতভাগ প্রয়োগ করতে হবে। ঋণ দেওয়ার আগে প্রস্তাবগুলো খুব ভালোভাবে পর্যালোচনা করতে হবে। খেলাপি ঋণ আদায়ের নিবিড়ভাবে তদারকি বাড়াতে হবে। এ ক্ষেত্রে শুধু বাংলাদেশ ব্যাংকেরই নয়, সংশ্লিষ্ট ব্যাংককে আরও সচেষ্ট হতে হবে। নতুন করে যেন কোনো খেলাপি ঋণ না হয় সেদিকেই নজর দিতে হবে। ব্যাংকিং খাতের সংকট থেকে বেরিয়ে আসতে সুশাসনের চর্চা বাড়াতে হবে। তিনি বলেন, সরকারের সদিচ্ছাকে কাজে লাগাতে হবে। যারা অপরাধ করেছেন তাদের শাস্তি দিতে হবে। এখন এ খাতে শৃঙ্খলা নিয়ে আসতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে খেলাপি ঋণ আদায় করতে হবে। যে কোনো উপায়ে অধিকাংশ খেলাপি আদায় করতে হবে। একই সঙ্গে প্রত্যেক ঋণের পর্যবেক্ষণ কার্যক্রম কঠোরভাবে মানতে হবে প্রতিটি ব্যাংককে। এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং কার্যক্রম আরও কঠোর ও জোরদার করতে হবে। সাবেক এই গভর্নর বলেন, রাজনৈতিক প্রভাব, রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি উভয় খাতের ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। ব্যাংক পরিচালকদেরও দায়দায়িত্ব মেনে চলতে হবে। প্রতিটি ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। কোনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত বা অনুসন্ধানের নামে সময় দীর্ঘায়িত না করে স্বল্প সময়ের মধ্যে কাজ শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সর্বোপরি ব্যাংকের পর্ষদে দক্ষ ও সৎ ব্যক্তিদের নিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর