শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মানবতার জয়গানে শেষ হলো জাতীয় কবিতা উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

কবিতার দৃপ্ত উচ্চারণে মানবতার জয়গানের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব। সমাপনী দিনে গতকাল কবিতাকে কণ্ঠে তুলে নিয়ে সব ধরনের সন্ত্রাসী হামলা, নির্যাতন, হত্যাকাণ্ডসহ অন্যায়ের প্রতিবাদ করেন বরেণ্য কবিরা।

দেশ-বিদেশের কবিদের আবৃত্তি ও পাঠের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত উৎসবের ৩২তম এই আসরের সমাপ্তি টানা হয়। উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের অগণিত কবির পাশাপাশি সমাপনী দিনে কবিতা আবৃত্তি করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, কবি নির্মলেন্দু গুণ, শিহাব সরকার প্রমুখ। আমন্ত্রিত বিদেশি কবিদের মধ্যে কবিতা পাঠ করেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান কার্লসন ও ভিভেকা জোরেন; যুক্তরাজ্যের এগনেস মেডাওস; ক্যামেরুনের জয়সে আওসাতাতাং; মিসরের ইবরাহিম এলমাসরি; ভারতের আশিস সান্যাল প্রমুখ। ‘দেশহারা মানুষের সংগ্রামে কবিতা’ স্লোগানে ১ ফেব্রুয়ারি সকালে এ উৎসবের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। প্রয়াত কবি সায্যাদ কাদিরকে এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর