শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শেয়ারবাজারে আরও ধসের আতঙ্ক

এক মাসে বাজার মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা

আলী রিয়াজ

বাণিজ্যিক ব্যাংকের অ্যাডভান্স ডিপোজিট রেশিও (এডিআর) কমানোর নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনার নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। বাজারে মুদ্রাপ্রবাহ কমে যাওয়ায় শেয়ারবাজার আরও ধসে যেতে পারে এমন আতঙ্কে ভুগছে সাধারণ বিনিয়োগকারীরা। এ আতঙ্কে শেয়ারবাজারে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এসে অস্থিরতা তৈরি হয়েছে। মাত্র তিন দিনেই শেয়ার সূচক কমেছে প্রায় ২০০ পয়েন্ট। অস্থিরতার কারণে জানুয়ারি মাসে শেয়ারবাজারে বেশির ভাগ কার্যদিবসই দরপতন হয়েছে। পতনের কারণে এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূলধন কমেছে চার হাজার কোটি টাকার বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে তিন হাজার কোটি টাকার বেশি। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিসেম্বর মাসের শেষ দিন ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২২ হাজার ৮৯৪ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার টাকা। জানুয়ারির শেষ দিন ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ১৮ হাজার ৫১৩ কোটি ২৯ লাখ ৩ হাজার টাকায়। অর্থাৎ এক মাসে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪ হাজার ৩৮১ কোটি ২৫ লাখ ৫৩ হাজার টাকা। অপরদিকে সিএসইতে ডিসেম্বর মাসের শেষ দিন বাজার মূলধন ছিল ৩ লাখ ৫২ হাজার ৮৯১ কোটি ১০ লাখ টাকা। জানুয়ারির শেষ দিন বাজার মূলধন দাঁড়ায় ৩ লাখ ৪৯ হাজার ৩৬৭ কোটি ৯০ লাখ টাকায়। অর্থাৎ এক মাসে সিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫২৩ কোটি ২০ লাখ টাকা। জানুয়ারি মাসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১৫ পয়েন্ট কমেছে। ডিসেম্বরের শেষ দিন এ সূচক ছিল ৬ হাজার ২৫৪ পয়েন্টে। জানুয়ারির শেষ দিন কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসই ৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে জানুয়ারির শেষ দিন দাঁড়িয়েছে ২ হাজার ২৩৮ পয়েন্টে। তবে ডিএসইর শরিয়াহ সূচক জানুয়ারিতে ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৮ পয়েন্টে। ডিসেম্বরের শেষ দিন এ সূচক ছিল ১ হাজার ৩৯১ পয়েন্টে। জানুয়ারি মাসে সিএসইতে ৫ সূচকের মধ্যে ৪ সূচক কমেছে। সিএসইর সিএএসপিআই ৫৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭৫ পয়েন্টে। ডিসেম্বরের শেষ দিন এ সূচক ছিল ১৯ হাজার ২৬৮ পয়েন্টে। সিএসসিএক্স ডিসেম্বরের শেষ দিন ছিল ১১ হাজার ৬৪৯ পয়েন্টে। জানুয়ারিতে এ সূচক ৩৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৮৩ পয়েন্টে।  এ ছাড়া সিএসই-৫০ সূচক ৪৭ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ২৩৫ পয়েন্ট কমে জানুয়ারির শেষ দিন দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪১৫ পয়েন্ট ও ১৭ হাজার পয়েন্টে। তবে সিএসআই জানুয়ারি মাসে ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ পয়েন্টে। জানতে চাইলে শেয়ারবাজার বিশ্লেষক অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, এডিআর কমানোর ঘোষণায় নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এই নির্দেশনার সঙ্গে শেয়ারবাজারের কোনো সম্পর্ক নেই। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর