শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দখলে রাখতে চায় আওয়ামী লীগ পুনরুদ্ধারে মরিয়া বিএনপি

সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার

দখলে রাখতে চায় আওয়ামী লীগ পুনরুদ্ধারে মরিয়া বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ আসন জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এ আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের শাহাব উদ্দিন আহমদ। একসময় আসনটি বিএনপির দখলে ছিল। এবার বিএনপি এ আসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছে।  বসে নেই জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরাও।

জানা গেছে, বর্তমান এমপি শাহাব উদ্দিন আহমদ ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর। আর বিএনপি থেকে সাবেক প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুর রহমান চৌধুরী মনোনয়ন চাইবেন। এ ছাড়া মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ মিঠু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শরীফুল হক সাজু দলীয় মনোনয়ন পেতে আগ্রহী। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন আহমেদ রিয়াজ। এ ছাড়া বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আফজাল হোসেন দলের মনোনয়ন প্রত্যাশী। জামায়াত নেতা ও ব্যবসায়ী মাওলানা আমিনুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকায় বেশ সক্রিয় রয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হুইপ শাহাব উদ্দিন আহমদ প্রার্থী হওয়ার কথা জানিয়ে বলেন, তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। গত দুই মেয়াদে বড়লেখা ও জুড়ি উপজেলায় ২১টি স্কুল এমপিওভুক্ত, সুজানগর পাথারিয়া কলেজ প্রতিষ্ঠা, ৭০টি প্রাইমারি স্কুলের ভবন নির্মাণ, ১৬ কোটি টাকা ব্যয়ে জুড়ী-বড়লেখা-চান্দগ্রাম সিএন্ডবি সড়ক সংস্কার ও ৫০টি ব্রিজ নির্মাণ করেছেন। ৩ কোটি টাকা ব্যয়ে মাধবকুণ্ড ইকোপার্ক এবং সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট আধুনিক রেস্ট হাউস, ৮ কোটি টাকা ব্যয়ে কাঁঠালতলী-মাধবকুণ্ড রাস্তা সংস্কার করেছেন। এবাদুর রহমান চৌধুরী জানান, সার?াজীবন মানু?ষে?র সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। শারীরিক অবস্থা ভালো থাকলে, দল চাইলে, মানুষ চাইলে এবং দেশে নির্বাচনের পরিবেশ আসলে নির্বাচন করব। অপর মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন আহমদ মিঠু বলেন, তৃণমূলপর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে কাউন্সিলের মাধ্যমে সুষ্ঠুভাবে ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা কমিটি গঠন করতে অগ্রণী ভূমিকা পালন করেছি। এ আসনে দলীয় নেতা-কর্মীদের মাঝে রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও কোনো কোন্দল নেই। দল মনোনয়ন দিলে নির্বাচন করব, না দিলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব।  বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর জানান, দলের অনেকেই আমাকে প্রার্থী হতে বলছেন। মনোনয়ন পেলে নির্বাচন করব। যুবদল নেতা শরীফুল হক সাজু বলেন, তৃণমূল নেতা-কর্মীরা তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আহমেদ রিয়াজ বলেন, বিগত নির্বাচনে এ আসনে শাহাব উদ্দিন আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবারও মৌলভীবাজার-২ আসনের সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন। পার্টির চেয়ারম্যানের নির্দেশে মূলত আমি মৌলভীবাজার-১ ও ২ আসনে কাজ করছি। যে কোনো একটি আসন থেকে নির্বাচন করব।

সর্বশেষ খবর