শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
মানিক মিয়া এভিনিউ

গাড়িমুক্ত অন্যরকম সড়ক দেখল নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ব্যস্ততম মানিক মিয়া এভিনিউ ভিন্ন রূপ পেয়েছিল গতকাল। শীতের কুয়াশায় এ সড়কে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, তরুণ-তরুণী এবং শারীরিক প্রতিবন্ধীরা ভিড় জমিয়েছিলেন। ছুটির দিন হওয়ায় সড়কটি গাড়িমুক্ত ছিল এ দিন। আর এ দৃশ্য উপভোগ করতে দলে দলে মানুষ হাজির হন মানিক মিয়া এভিনিউয়ে।

এ দিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের সহযোগিতায় সড়কের একটি অংশে (দক্ষিণ প্লাজার সামনে) সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। নগরবাসীর খেলাধুলা ও শারীরিক কসরতসহ বিনোদনের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। যে কারণে চিরচেনা ব্যস্ত সড়কটি দৃশ্যমান হয়েছে ভিন্ন রূপে। আর এ রূপ উপভোগ করার সুযোগ হাতছাড়া করেননি ঢাকাবাসী। দেখা গেছে, প্রশস্ত সড়কটি খালি পেয়ে কেউ ঘুড়ি ওড়াচ্ছেন, কেউ দাবা খেলছেন। এমনকি একটি দলকে মেডিটেশন কোর্স করতেও দেখা গেছে। আরও দেখা গেছে, ছেলে-মেয়েরা দল বেঁধে সাইকেল চালাচ্ছে, ব্যাডমিন্টন খেলছে, স্কেটিং করছে। ছোট শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। দেখা গেছে, ছোট গোলপোস্ট বানিয়ে একদল তরুণ-তরুণী রীতিমতো ফুটবল খেলায় মেতে উঠেছে। হুইল চেয়ারে আসা শারীরিক প্রতিবন্ধী কয়েকজন এ সড়কে পায়চারির জন্যও হাজির হয়েছিল। প্রসঙ্গত, ডিএমপির সহযোগিতায় ব্যস্ত এ সড়কে গাড়ি চলাচল বন্ধ করতে ব্যানার ও লোহার ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতি মাসের প্রথম শুক্রবার মানিক মিয়া এভিনিউর একটি অংশে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সম্পূর্ণ গাড়িমুক্ত রাখার ঘোষণা দেন। সে অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির ৫ তারিখ থেকে এ কর্মসূচি শুরু হয়। গতকাল দ্বিতীয়বারের মতো এ কর্মসূচি পালিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর