রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আমরা মানসম্পন্ন পাণ্ডুলিপি সংকটে

—শাহাদাত হোসেন

সাংস্কৃতিক প্রতিবেদক

আমরা মানসম্পন্ন পাণ্ডুলিপি সংকটে

জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় ‘অন্বেষা’। এ প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী মো. শাহাদাত হোসেন জানান, তিনি বই প্রকাশের ক্ষেত্রে মানসম্পন্ন পাণ্ডুলিপি সংকটে রয়েছেন। শাহাদাত হোসেন জানান, তার প্রকাশনা সংস্থা গুণগতমানকেই বেশি প্রাধান্য দেয়। বরাবরের মতো এবারও অন্বেষা প্রকাশ করছে মানসম্পন্ন বই। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার আমাদের প্রকাশনা সংস্থা থেকে অর্ধশতাধিক বই প্রকাশ হচ্ছে। এর মধ্যে গল্প, উপন্যাস, অনুবাদ, গবেষণাধর্মী নানা ধরনের বই রয়েছে।’ শাহাদাত হোসেন জানান, গুণগতমান ও বিষয়-বৈচিত্র্যকেই তিনি বেশি প্রাধান্য দেন। ‘মেলায় প্রকাশনা বৃদ্ধি পেলেও মানসম্পন্ন বইয়ের অভাব প্রকট’— এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরাও চাই মানসম্পন্ন বই বেশি প্রকাশ করতে। কিন্তু ভালো পাণ্ডুলিপি খুব একটা পাচ্ছি না। আমরা মানসম্পন্ন পাণ্ডুলিপি সংকটে আছি।’ এক প্রশ্নের জবাবে শাহাদাত হোসেন বলেন, ভালো লেখক এক দিনে তৈরি হয় না। জনপ্রিয় লেখক আর ভালো লেখক এক বিষয় নয়। দীর্ঘদিনের প্রক্রিয়ার মধ্যেই একজন লেখক ভালো লেখক হয়ে ওঠেন। এ সময় তিনি যোগ করেন, ‘ধানমন্ডি ৩২ নম্বর’ শিরোনামের বইটি এবারের মেলায় তার প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত অন্যতম একটি ভালো বই। সফলতার দিক থেকে এবারের মেলা বিগত বছরের মেলাগুলোকে ছাড়িয়ে যাবে বলেও তিনি মনে করেন।

সর্বশেষ খবর