রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আজ শেষ হচ্ছে বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক

আজ শেষ হচ্ছে বাণিজ্য মেলা

ব্যাপক বিক্রির মধ্য দিয়ে এক মাস চার দিন পর আজ শেষ হচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কেনাকাটার পাশাপাশি বিনোদনের জন্য বাণিজ্য মেলায় প্রায় অর্ধকোটি ক্রেতা-দর্শনার্থী শামিল হয়েছিলেন বলে জানিয়েছেন আয়োজকরা। মেলা প্রাঙ্গণে গতকাল ছিল বিদায়ের সুর। রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে গত ১ জানুয়ারি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকালে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হচ্ছে। এবার মাসব্যাপী এই মেলার শেষ দিকে ব্যবসায়ীদের অনুরোধে ৪ দিন সময় বাড়ানো হয়। গতকাল সাপ্তাহিক ছুটির দিন থাকায় ক্রেতা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে মেলায় ভ্রাম্যমাণ হকারের সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেছে। তারা নিম্নমানের পণ্য বিক্রির চেষ্টা করছেন। বিশেষ করে হকারদের নিম্নমানের ছোটদের খেলনা, পিঠা তৈরির ডাইস, আইসক্রিম ও তৈরি পোশাক বিক্রি করতে দেখা যায়। সাড়ে ১২ লাখ স্কয়ার ফুট এলাকাজুড়ে এবারের বাণিজ্য মেলায় দুটি প্যাভিলিয়ন নিয়ে অংশ নেয় বিশ্বখ্যাত কাবাব চেইন প্রতিষ্ঠান বাবা রাফি। জানা গেছে, এবারের মেলায় ১৪ ক্যাটাগরিতে দেশ-বিদেশের ৫২০টি স্টল ও প্যাভিলিয়ন ছিল। মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান, আরব আমিরাত, মরিশাস, ঘানা, মরক্কো এবং ভুটান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে।

সর্বশেষ খবর