রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ট্যাংকবিধ্বংসী ১০ রকেট মিলল গভীর বনে

হবিগঞ্জ প্রতিনিধি

ট্যাংকবিধ্বংসী ১০ রকেট মিলল গভীর বনে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ১০টি ট্যাংকবিধ্বংসী রকেট উদ্ধার করেছেন। শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। গতকাল দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান জানান, একটি গর্তের ভিতর থেকে চীনের তৈরি টাইপ ৬৯ মডেলের ১০টি রকেট উদ্ধার করা হয়েছে। ৪০ মিলিমিটার হাই-এক্সপ্লোসিভ এ রকেটগুলো ১৫০০ মিটারের মধ্যে ট্যাংক বা গাড়ি ধ্বংস করতে সক্ষম। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিচ্ছিন্নতাবাদী কোনো গ্রুপ এগুলো মজুদ করে রাখতে পারে। মুফতি মাহমুদ সাংবাদিকদের বলেন, এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী সাতছড়িতে র‌্যাব ছয়বার তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মর্টার শেল, রকেট লঞ্চার, মেশিনগানসহ গোলাবারুদ উদ্ধার করেছিল। এর অংশ হিসেবেই সর্বশেষ এ অভিযান চালানো হয়। প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুল ইসলাম ভুইয়া, চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জান প্রমুখ।

সর্বশেষ খবর