শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মেলাজুড়ে রায়ের প্রভাব

মোস্তফা মতিহার

মেলাজুড়ে রায়ের প্রভাব

খালেদা জিয়ার মামলার রায় নিয়ে জনগণের মাঝে উৎকণ্ঠা, আতঙ্ক ছিল তার প্রভাব পড়েছিল গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে। গতকাল ছিল মেলার অষ্টম দিন। বলা চলে সৃষ্ট পরিস্থিতিতে নিরুত্তাপ ছিল গতকালের মেলা। অষ্টম দিনে প্রায় অর্ধশতাধিক প্রকাশক তাদের স্টলের ঝাঁপি খোলেননি। এদিন বিকাল ৩টায় মেলা শুরুর পর থেকে মেলা শেষ হওয়া পর্যন্ত অলস সময় কাটিয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থায় কর্মরত বিক্রয়কর্মীরা। প্রকাশক, বিক্রয়কর্মী ও গণমাধ্যম কর্মী ছাড়া গতকাল মেলায় বইপ্রেমীদের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায়নি। এ প্রসঙ্গে অন্বেষা প্রকাশনীর শাহাদাত হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনের রায়ের কারণে নাশকতার আশঙ্কায় বইপ্রেমীরা মেলায় আসেনি। মানুষের মধ্যে ভয় কাজ করছে। তবে শুক্রবার থেকে মেলা তার চিরচেনারূপে ফিরে যাবে। আজ থেকে আবারও মেলা জমে উঠবে। অবসর প্রকাশনীর বিক্রয় ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, খালেদা জিয়ার রায় আমাদের এক খণ্ড অবসর দিয়েছে। তবে এই অবসর দীর্ঘস্থায়ী হবে না। তাম্রলিপির স্বত্বাধিকারী এ কে এম তারিকুল ইসলাম রনি বলেন, একদিকে অস্থিরতা অন্যদিকে যানবাহন সংকট। মেলায় লোকসমাগম কম হবে এটাই স্বাভাবিক। যানবাহন সংকট না থাকলে লোকসমাগমের এই চিত্রটা অন্যরকম হতে পারত। আজ মেলার নবম দিনে তৃতীয় শিশুপ্রহর। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুপ্রহরে দুরন্তপনায় মেতে উঠবে শিশুরা। বেলা ১১টায় দ্বার উন্মোচনের পর মেলা চলবে যথারীতি রাত ৯টা পর্যন্ত। এ ছাড়া অমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা উদ্বোধন করবেন চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন। নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের তথ্যমতে গতকাল অষ্টম দিনে মেলায় নতুন বই এসেছে ৬৪টি। এর মধ্যে কাব্যগ্রন্থ ১৯টি, উপন্যাস ৭টি, গল্প ৮টি, মুক্তিযুদ্ধবিষয়ক ৪টি ও অন্যান্য ২৬টি। গতকাল প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হলো : অনন্যা এনেছে মুস্তাফা জামান আব্বাসীর উপন্যাস ‘সন্ধ্যে হয়নি এখনো’ নবরাগ এনেছে রফিকুর রশীদের কিশোর উপন্যাস ‘আমাদের স্কুলে সত্যিই ভূত ছিল না’, গ্রন্থকুটির এনেছে ঝর্ণাদাস পুরকায়স্থের গল্প গ্রন্থ ‘আনন্দলোকে, ঐতিহ্য এনেছে রাফিক হারিরির উপন্যাস ‘ওমর’ অনন্যা এনেছে সিরাজুল ইসলাম মুনিরের ভ্রমণকাহিনী ‘মহাচীনের মহাজাগরণ’ ইত্যাদি।  বইমেলায় প্রথমা প্রকাশন থেকে বের হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘আলো-আঁধারের যাত্রী’। ২৩২ পৃষ্ঠার বইটির দাম ৪৮০ টাকা। বইটি ইতিমধ্যে পাঠকদের কাছে সাড়া ফেলেছে। মূল মঞ্চ : গতকাল বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘এ বি এম হবিবুল্লাহ মমতাজুর রহমান তরফদার চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আকবর আলি খান ও মেসবাহ কামাল। অধ্যাপক পারভীন হাসানের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন ফিরোজ মাহমুদ।

এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায়, কান্তা নন্দী, মো. নূরুল ইসলাম, নবনীতা রায় বর্মণ, সঞ্জয় কুমার দাস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর