শিরোনাম
শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

একুশে পদক পেলেন ২১ বিশিষ্ট ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম উল্লেখ করা হয়।

যারা পদক পাবেন তারা হলেন— ভাষা আন্দোলনে মরহুম আ জা ম তকীয়ুল্লাহ, অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, শিল্পকলা (সংগীতে) শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্রমোহন রাজবংশী, খুরশীদ আলম, মতিউল হক খান, শিল্পকলা (নৃত্যে) বেগম মীনু হক (মীনু বিল্লাহ), শিল্পকলা (অভিনয়ে) মরহুম হুমায়ুন ফরীদি (হুমায়ুন কামরুল ইসলাম), শিল্পকলা (নাটকে) নিখিল সেন, শিল্পকলা (চারুকলা) কালিদাস কর্মকার, শিল্পকলা (আলোকচিত্রে) গোলাম মুস্তফা, সাংবাদিকতায় রণেশ মৈত্র, গবেষণায় ভাষাসৈনিক প্রফেসর জুলেখা হক, অর্থনীতিতে ড. মইনুল ইসলাম, সমাজসেবায় ইলিয়াস কাঞ্চন, ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন।

সর্বশেষ খবর