শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রায়ের খবর ছিল বিশ্ব মিডিয়ায়

কূটনৈতিক প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর খবর ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়ায়। বিশ্বের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যমের অনলাইন সংস্করণে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর তথ্য প্রচারিত হয়েছে। বেশির ভাগই শিরোনাম করেছে— ‘দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে পাঠাল বাংলাদেশের আদালত’। কোনো কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টির সঙ্গে রাজনীতি ও আসন্ন নির্বাচনেরও সম্পর্ক দেখানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শিগগির আদালত থেকে জামিনের মাধ্যমে বেরিয়ে আসতে পারেন খালেদা জিয়া। জানা যায়, বিবিসি, মার্কিন সংবাদ সংস্থা এপি, সিএনএন, দৈনিক ওয়াশিংটন পোস্ট, দ্য নিউইয়র্ক টাইমস, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, পাকিস্তানের দৈনিক ডন, ডেইলি পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে খালেদা জিয়ার দণ্ডের খবর গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির মামলায় বাংলাদেশের সরকারবিরোধী নেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার আদালত খালেদাকে ওই সাজা দিয়েছে। রায় ঘোষণা কেন্দ্র করে ঢাকার রাস্তায় খালেদার হাজার হাজার সমর্থককে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বিরুদ্ধে আরও এক ডজনের বেশি মামলা ঝুলে রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা। বার্তা সংস্থা পিটিআই বলছে, বৃহস্পতিবার (গতকাল) বাংলাদেশের বিরোধী দলের নেত্রী ও দুবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় তিনি এ দণ্ড পেয়েছেন। একই মামলায় খালেদার ছেলে তারেক রহমান ও আরও অন্য চার আসামিকে ১০ বছরের দণ্ড দেওয়া হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, দুর্নীতির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ একটি আদালত। রয়টার্সের প্রতিবেদনে খালেদা জিয়ার আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল করে জামিনের আবেদন করা হবে। আশা করা হচ্ছে শিগগির তিনি বেরিয়ে আসবেন। আলজাজিরার খবরে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে আলাদা প্যারা রাখা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের একজন আইনের শিক্ষকের মন্তব্য উল্লেখ করে বলা হয়েছে, রাজনৈতিক মদদপুষ্ট এই মামলার সঙ্গে আগামী নির্বাচন থেকে বিএনপিকে বাইরে রাখা এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপিকে দুর্বল করার একটি দুরভিসন্ধি আছে।

সর্বশেষ খবর