রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দুই উপনির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে কমিশন

১৪ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল শেষ

গোলাম রাব্বানী

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচন অনুষ্ঠানে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরাও। নির্বাচনী সামগ্রী সংগ্রহে কাজ করছেন ইসির কর্মকর্তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছে কমিশন। আগামী ১৪ ফেব্রুয়ারি এই দুই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শান্তিপূর্ণ পরিবেশে যাতে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। ক্ষমতাসীন আওয়ামী লীগ এই দুই আসনে প্রার্থী মনোনয়ন দিলেও জাতীয় পার্টির প্রার্থী ঠিক করার প্রস্তুতি চলছে। দলীয় প্রার্থীর পাশাপাশি নির্বাচনী মাঠে প্রচারণা করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ইসির কর্মকর্তারা বলছেন, একাদশ সংসদ নির্বাচনের ৯ মাস আগে এই দুই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। দুটি নির্বাচনই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে প্রত্যাশা করছেন তারা। সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসাররা ইতিমধ্যে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আফরোজা বারী এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপনির্বাচনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। গাইবান্ধা-১ আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া আফরোজা বারী ওই আসনের প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বড় বোন। আর সংগ্রাম ছাত্রলীগের সাবেক নেতা।  ঘোষিত তফসিল অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১৩ মার্চ। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। যাচাই-বাছাই হবে ১৬ ফেব্রুয়ারি। আর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক এবং সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া-১  (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসন দুটি শূন্য হয়। আর শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান। আর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গোলাম মোস্তফাও চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মারা যান। সুন্দরগঞ্জের এমপি মনজুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর গত বছরের ২২ মার্চ ওই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে তিনি প্রথমবারের মতো এমপি হয়েছিলেন।

সর্বশেষ খবর