মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সম্পাদক নঈম নিজামসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার আরও প্রতিবাদ

প্রতিদিন ডেস্ক

দেশবরেণ্য সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে লালমনিরহাটে আবারও দুটি হয়রানিমূলক মামলা দায়ের করায় নিন্দা প্রকাশ ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

কুমিল্লা : বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে আবারও মামলা দায়েরে নিন্দা জানিয়েছেন রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নেতারা। গতকাল দুপুরে ফোরাম সভাপতি আলাউদ্দিন আজাদ ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রাজু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এর সঙ্গে সংহতি প্রকাশ করে মামলার নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের সমন্বয়কারী বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, নির্বাহী সদস্য মাহফুজ নাণ্ট, মহসীন কবির, এমদাদুল হক সোহাগ, আবদুর রহমান, আবুল বাশার রানা, সহসভাপতি তৈয়বুর রহমান সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ আলম, সাংগঠনিক সম্পাদক অমিত মজুমদার, অর্থ সম্পাদক রহমত খান নিরব, প্রচার ও দফতর সম্পাদক মাহদী হাসান, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান, সাধারণ সদস্য আবু সুফিয়ান রাসেল, মোহাম্মদ শরীফ, আশিকুর রহমান ও মহিউদ্দিন আকাশ।

ভালুকা (ময়মনসিংহ) : লালমনিরহাটের বিতর্কিত মামলাবাজ এমপি মোতাহার হোসেন ও তার সহযোগী কর্তৃক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ অন্যান্য সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার আয়োজনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে ভালুকা প্রেস ক্লাব সভাপতি কামরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক ফিরোজ খান, সাবেক সভাপতি আবদুুল আওয়াল ঢালী, শাহজাহান সেলিম ও মাইন উদ্দিন; সাবেক সাধারণ এম এ মালেক খান উজ্জ্বল, বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংবাদিক মোখলেছুর রহমান মনির, মোবাশ্যারুল ইসলাম সবুজ, আবদুল ওয়াদুদ মিয়া, হাদিকুর রহমান হাদিস, আলমগীর হোসেন, শাহাব উদ্দিন, আসাদুজ্জামান ফজলু, কামরুল আরিফিন, আরিফুল হক পলাশ, প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল টিপু, বয়েজ ক্লাব সভাপতি এস এম গোলাপ, উপজেলা অঞ্চলিক শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক নাজমুল হক সরকার, অভ্যুদয়ের সাংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান মামুন, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম মিলন, ক্রীড়া সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘অতি দ্রুত বেপরোয়া এমপি মোতাহার হোসেন ও তার সহযোগীদের লাগাম টানুন। মামলা দিয়ে কখনো নিজেদের অপকর্ম ঢাকা যাবে না। সব রক্তচক্ষু উপেক্ষা করে একজন সাংবাদিক যখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশ করেন, তখনই তাদের গাত্রদাহ শুরু হয়। এর পরই তারা সাংবাদিকদের নানাভাবে হেয় করার জন্য একের পর এক মিথ্যা মামলা ও হুমকি-ধামকি দিতে থাকেন, যা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি।’

সর্বশেষ খবর