মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
কৃষি সংবাদ

ড্রাম সিডার প্রযুক্তিতে ধানের বীজ বপন

মাগুরা প্রতিনিধি

ড্রাম সিডার প্রযুক্তিতে ধানের বীজ বপন

মাগুরায় শুরু হয়েছে ড্রাম সিডারের মাধ্যমে বোরো ধানের বীজ বপন। মাগুরা সদর উপজেলার অককুরপাড়া গ্রামে কৃষক শ্যামল বিশ্বাসের খেতে রবিবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর মাগুরার উপপরিচালক পার্থপ্রতিম সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীন, উপসহকারী কৃষি কর্মকর্তা লব বিশ্বাস, তানজির রহমান, প্রকাশ বিশ্বাস প্রমুখ। কৃষি বিভাগ জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ধানের বীজ বপন করলে বীজের পরিমাণ ৩০ শতাংশ কম লাগে। এ ছাড়া চারা রোপণ পদ্ধতির বোরো আবাদের তুলনায় মোট সময় ১০ থেকে ১৫ দিন কম লাগে। সারিবদ্ধ ও সার্বিক ঘনত্ব অনুযায়ী বীজ বপনের কারণে ফলন বাড়ে ২০ থেকে ২৫ শতাংশ। চারা রোপণ পদ্ধতিতে ধান আবাদে চারা তৈরিতে একটি দীর্ঘ সময় লাগে। পাশাপাশি এটি এক স্থান থেকে তুলে মূল জমিতে রোপণের পর মাটির গভীরে শিকড় প্রোথিত হতে আরও কিছু সময় লাগে। এ ছাড়া শৈত্যপ্রবাহসহ অন্যান্য দুর্যোগে খেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু ড্রাম সিডার প্রযুক্তি ব্যবহারে সরাসরি বীজ বপনের সব ধরনের ঝুঁকি যেমন কমে আসে, সময়ও বাঁচে অনেক। যে কারণে কৃষক গোটা জেলায় এই প্রযুক্তির পর্যাপ্ত ব্যবহারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর