মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
প্রশ্নফাঁস রোধে সিদ্ধান্ত

বই খুলে পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা চলছে

শিক্ষাসচিব বললেন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেছেন, পরীক্ষার বর্তমান পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁস হওয়া রোধ কোনোভাবেই সম্ভব নয়। আগামীতে এসএসসির মতো পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র না ছাপিয়ে বই খুলে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা চলছে।

গতকাল রাজধানীতে জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ভিন্ন পদ্ধতিতে যাতে প্রশ্ন ছাপানোর প্রয়োজন না হয়, সেই রকম কোনো কিছু করা যায় কি না— সেজন্য তিন-চারটি কমিটি কাজ করছে। মন্ত্রণালয় থেকেও ভিন্নভাবে চিন্তা করা হচ্ছে এমন কিছু করা যায় কি না— প্রশ্ন ছাপানোর প্রয়োজনীয়তা নেই। প্রশ্ন ওপেন থাকতে পারে, ওপেন বুক এক্সাম হতে পারে, বা আরও অনেক কিছু আমরা চিন্তাভাবনা করছি। তিনি বলেন, এই প্রক্রিয়ায় প্রশ্নপত্র আউট বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয় বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং মনে করি। ২০ লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। একটি প্রশ্ন ছাপাতে চার-পাঁচ দিন সময় নেয়। একজন মানুষ যদি অসৎ হয়, সে যদি মনে করে আমি প্রতিদিন একটা বা দুটা করে মুখস্থ করে যাব, বাইরে গিয়ে লিখেই রাখব। তারপর একসঙ্গে করব, একটি প্রশ্ন হবে। এটি কীভাবে ঠেকাব?

 আমি ২০১৪ সালেই বলেছি এ পদ্ধতিতে প্রশ্ন আউট রোধ করা সম্ভব নয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সর্বশেষ খবর