বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

শুরু হচ্ছে বাঘ গণনা

বাগেরহাট প্রতিনিধি

শুরু হচ্ছে বাঘ গণনা

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে আজ একযোগে শুরু হচ্ছে বাঘ গণনা। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল হওয়ার কারণে এই ম্যানগ্রোভ বনের বাংলাদেশ ও ভারত অংশেও একযোগে চলবে বাঘ গণনার কাজ। বিশ্বের সর্বাধুনিক পদ্ধতি ক্যামেরা ট্রাপিং বা ক্যামেরা ফাঁদের মাধ্যমে সুন্দরবনের বাঘের সংখ্যা নির্ণয় করা হবে। ৭৫ দিন ধরে ক্যামেরা গুনবে সুন্দরবনের বাঘ। এজন্য সুন্দরবনের শরণখোলা, চাঁদপাই ও খুলনা রেঞ্জের ২৩৯টি গ্রিড পয়েন্টে ৪৭৮টি অত্যাধুনিক ক্যামেরা স্থাপন করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসটি সুন্দরবন সন্নিহিত ৫টি জেলার পরিবেশবাদীরা দিনটিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করে আসছে। এই দিনটিকে গুরুত্ব দিয়ে, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান একযোগে বাঘ গণনা শুরু করছে। সকালে হিরন পয়েন্টের নীলকমল ফাঁড়ি থেকে সুন্দরবনের বাংলাদেশ অংশে আনুষ্ঠানিকভাবে বাঘ গণনার কার্যক্রম শুরু হবে। ইউএসএআইডির অর্থায়নে সুন্দরবন বিভাগ ও বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিমের ৬০ জন সদস্য প্রতি সপ্তাহে ৪৭৮টি ক্যামেরা থেকে প্রাপ্ত ফুটেজ সংগ্রহ করে তা ল্যাবে সংরক্ষণ করবে। এই পদ্ধতিতে সুন্দরবনে বাঘের প্রকৃত সংখ্যা নির্ণয় করা যাবে বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর