শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রপ্তানিকারকরা প্রবাসীদের অর্থে সুবিধা পাবেন

আলী রিয়াজ

রিজার্ভে জমে থাকা প্রবাসীদের পাঠানো অর্থে সুবিধা পাবেন রপ্তানিকারকরা। ব্যাংক থেকে জরুরিভাবে বিল পরিশোধের ক্ষেত্রে রপ্তানিকারকদের এ সুবিধা দেওয়া হবে। বাজারে বৈদেশিক মুদ্রার সংকট মেটাতে ব্যবসায়ীদের এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে জমে থাকা প্রায় ৩০ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। এর পরও কয়েক মাস ধরে খুচরা বাজারে সংকট চলছে। গতকালও বিভিন্ন ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখায় ৮৪ টাকা দরে ডলার কেনাবেচা হয়েছে। সংকটের কারণে ব্যাংকগুলো রপ্তানি এলসি বিল পরিশোধ করতে পারছে না। ডলার সংকটে রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। সাম্প্রতিক সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংক বাজারে নগদ ডলার বিক্রি করেছে। এতে সংকট মেটানো যায়নি। অনেক ব্যাংকের ডলার সংকটে এলসি খুলতে পারছে না। ব্যবসায়ীদের ডলার সরবরাহ করতে না পেরে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিট্যান্স) তহবিল ব্যবহারের অনুমতি চেয়েছে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর দাবিতে রেমিট্যান্স তহবিল থেকে রপ্তানি বিল পরিশোধের অনুমোদন দিয়েছে। সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত এই তহবিল থেকে ব্যাংকগুলো বিল পরিশোধ করতে পারবে। জানা গেছে, রেমিট্যান্স থেকে আলাদা তহবিল গঠনের কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানি তহবিলের কথাও জানানো হয় কয়েকবার। তবে বিভিন্ন জটিলতার কারণে তাও করেনি। এর মধ্যে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমে যায়। গত বছরের পুরো সময় প্রতি মাসেই রেমিট্যান্স কমেছে। তবে শেষ দিকে এসে এই প্রবাহ কিছুটা বৃদ্ধি পায়। সর্বশেষ জানুয়ারিতে ১১ হাজার কোটি টাকার সমপরিমাণ প্রায় ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় এবার রপ্তানিকারকদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক নতুন এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রতিদিনই রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। এতে এলসির পরিমাণ বেড়েছে। ফলে ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে অনেক ব্যাংকে কিছুটা ডলার সংকট থাকতে পারে। রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন করতে বাজারে নগদ ডলারও বিক্রি করা হয়েছে। ব্যাংকগুলোর রেমিট্যান্স তহবিল থেকে জরুরি বিল মেটানোর প্রয়োজনে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর