শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সরকার বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে পড়াশোনা করতে হবে। দেশের উন্নয়নে বিজ্ঞান চর্চার সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে।

গতকাল বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটরিয়ামে অষ্টম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এতে বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি ও সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আফতাব আলী শেখ এবং অলিম্পিয়াডের আহ্বায়ক ড. মো. ওয়াহাব খান বক্তব্য দেন।

সর্বশেষ খবর