শিরোনাম
সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিস্ফোরকসহ তিন জেএমবি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই, লিফলেট ও বোমা তৈরির সরঞ্জামসহ জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার বিলশহর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গতকাল বেলা ১১টার দিকে র‌্যাব-৫ সদর দফতরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিলশহর গ্রামের জহুর মণ্ডলের ছেলে সাহেবজান আলী (৩৫), জেকের আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৮) ও খলিল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৮)। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গানপাউডার, দুটি জিহাদি বই, ৪০ গ্রাম সোডা, ৪০ গ্রাম চুন, ৭টি লিফলেট ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম জানান, সম্প্রতি জেএমবির সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল তানোর উপজেলার বিলশহর এলাকায় অভিযান চালায়। এ সময় সাহেবজান আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। পাশাপাশি বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই, লিফলেট ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়।

গ্রেফতারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য বলে তারা র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

র‌্যাব অধিনায়ক জানান, গ্রেফতারকৃতরা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এলাকা ছেড়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

সর্বশেষ খবর