বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রাজনৈতিক দলের গঠনতন্ত্র পর্যালোচনায় ইসি

নতুন নিবন্ধনে কমিটি গঠন

গোলাম রাব্বানী

রাজনৈতিক দলের গঠনতন্ত্র পর্যালোচনায় ইসি

নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে দলগুলো বিধিবিধানের আলোকে পরিচালিত হচ্ছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া একাদশ সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন দিতে একটি কমিটি গঠন করেছে ইসি। ইতিমধ্যে কমিটি কাজও শুরু করেছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে একটি কমিটি হয়েছে। কমিটি ১৫ ফেব্রুয়ারি বৈঠকও করেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন রাজনৈতিক দলের আবেদন পর্যালোচনার জন্য একটি ছক তৈরি করা হয়েছে। ছক অনুযায়ী তাদের প্রয়োজনীয় কাগজপত্র-গঠনতন্ত্র, কমিটি, জেলা-উপজেলার অফিসের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। কমিটির সদস্যরাই প্রাথমিক তালিকা প্রস্তুত করবেন কয়টি নতুন দলকে নিবন্ধন দেওয়া যায়। পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের বৈঠকে তা উপস্থাপন করবে ইসি সচিবালয়। আর চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সিইসিসহ অন্য নির্বাচন কমিশনাররা। এজন্য সিইসিসহ পাঁচ নির্বাচন কমিশনারের কাছে সব দলের গঠনতন্ত্রের কপি সরবরাহ করেছে ইসির জনসংযোগ শাখা। সম্প্রতি রাজনৈতিক দলগুলোকে তাদের কার্যক্রমের প্রতিবেদনও দিতে চিঠি দেওয়া হয়। জানা গেছে, কমিটির বাইরেও নির্বাচন কমিশনাররা ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের গঠনতন্ত্র পর্যালোচনা করছেন। কেননা গত জুলাইয়ে ঘোষিত রোডম্যাপে নিবন্ধিত ৪০ রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষার কথা উল্লেখ করেছে। রোডম্যাপে বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো বিধিবিধানের আলোকে পরিচালিত হচ্ছে কিনা, তা খতিয়ে দেখার আইনানুগ দায় নির্বাচন কমিশনের। তাই দলগুলো নিবন্ধনের শর্ত যথাযথভাবে প্রতিপালন করছে কিনা তা খতিয়ে দেখার জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে; যাতে সব রাজনৈতিক দল আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। আগামী মাসে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করতে যাচ্ছে ইসি। নিবন্ধনের জন্য ৭৬টি নতুন দল আবেদন করলেও মাত্র ৪-৫টির নাম আলোচনায় রয়েছে। এ ক্ষেত্রে যেসব রাজনৈতিক দলের কর্মকাণ্ড দৃশ্যমান রয়েছে এবং নিয়মিত সভা-সমাবেশ করছে এবারে তাদের নিবন্ধন দিতে চায় নির্বাচন কমিশন। সেই সঙ্গে দেশের প্রধান দুই জোটের শরিক দু-একটি দলও নিবন্ধনের বিবেচনায় রয়েছে। এজন্য বিভিন্ন সংস্থার মাধ্যমেও কয়েকটি দলের খবর নিচ্ছে ইসি। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের কাছে ৭৬টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছে। এর মধ্যে বেশির ভাগই অপরিচিত, নামসর্বস্ব। সেই সঙ্গে রয়েছে নানা বাহারি নামের দলও। ইসি কর্মকর্তারা বলছেন, ৭৬ দলের অনেকটিই সাইনবোর্ডসর্বস্ব। অনেক দলের অফিস খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এবারে হাতে গোনা কয়েকটি দল নিবন্ধন পেতে পারে। সূত্র জানায়, দশম সংসদ নির্বাচন সামনে রেখে ৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছিল। এর মধ্যে ৪১টিই নির্বাচন কমিশনের কাছে নিজেদের ‘যোগ্যতার’ প্রমাণ দিতে ব্যর্থ হয়। মাত্র দুটি দল শর্তানুযায়ী মাঠপর্যায়ে কার্যালয় ও কমিটি থাকার তথ্য দিয়েছিল। এরপর তাদের নিবন্ধন দেয় কমিশন। একইভাবে নবম সংসদ নির্বাচনের জন্য ২টি দলকে নিবন্ধন দেয় ইসি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে প্রথমে ৩৮টি দলকে নিবন্ধন দেওয়া হয়। এর মধ্যে পরে দুই দলের নিবন্ধন বাতিল হওয়ায় বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৪০। সূত্র জানিয়েছে, নতুন দলের আবেদন যাচাই-বাছাই করছেন কর্মকর্তা। এমনকি অফিসের খোঁজখবরও নিচ্ছেন তারা। নতুন দলের দেওয়া তালিকা অনুযায়ী মাঠের অফিসের খবরও দেওয়া হচ্ছে। ইসি বলছে, নিবন্ধনের শর্ত কঠোরভাবে যাচাই-বাছাই করে নতুন নিবন্ধন দেওয়া হবে। এর আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে ৩০ অক্টোবর আবেদন আহ্বান করে ইসি। ৩১ ডিসেম্বর আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল।

সর্বশেষ খবর