বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কড়া নিরাপত্তায় ২১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

সর্বশক্তি দিয়ে একুশের রাতের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ স্তরে নিরাপত্তা থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও সাভারের বেশকিছু সন্দেহজনক স্থানে অভিযান চালানো হয়েছে। গতকাল দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। র‌্যাব  ডিজি বলেন, শহীদ মিনার ও এর আশপাশে  যেন কোনো ধরনের জঙ্গিবাদী কার্যক্রম না হয়, সেদিকে  বিশেষভাবে লক্ষ্য রাখা হবে। রাষ্ট্রীয় প্রয়োজনে সার্বিকভাবে যে কোনো দায়িত্ব পালন করলেও জঙ্গি দমনের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না। রাষ্ট্রীয় অন্যান্য গোয়েন্দা সংস্থা সমন্বয় করে সবসময় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া র‌্যাবের নিজস্ব গোয়েন্দারা দিনরাত জঙ্গিদের গতিবিধির প্রতি নজর রাখছেন। মাতৃভাষা দিবসে কোনো হুমকি না থাকলেও আমরা সতর্ক আছি। র‌্যাব প্রধান বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারকে পাঁচটি সেক্টরে ভাগ করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। মোটরসাইকেল ও গাড়ির পাশাপাশি সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা কাজ করছেন। র‌্যাবের টহল দল প্যাট্রোলে রয়েছে। এ ছাড়া সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে।

শহীদ মিনারে দায়িত্ব পালন করবে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সুইপিং ফোর্স ও স্পেশাল স্ট্রাকিং ফোর্স। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন। শহীদ মিনারে সাধারণ মানুষের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। জানা গেছে, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারসহ অন্যান্যরা শ্রদ্ধা জানাবেন, তাই শহীদ মিনার এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর