শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রাজধানীতে ৫ পানির কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে অবৈধভাবে জারে পানি উৎপাদনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, দুটি কারখানা বন্ধ এবং প্রায় দুই হাজার পানির জার ধ্বংস করা হয়েছে। গতকাল বিএসটিআই ও র‌্যাব সদর দফতরের যৌথ উদ্যোগে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। বিএসটিআই সূত্র জানায়, যাত্রাবাড়ীর ধলপুরে সেইফ ড্রিংকিং ওয়াটার; দক্ষিণ যাত্রাবাড়ীতে ইউনিক ড্রিংকিং ওয়াটার ও আল হুমাইন ড্রিংকিং ওয়াটার; সায়েদাবাদ রেল গেটে বিক্রমপুর ড্রিংকিং ওয়াটার এবং কাজলা রোডে রিদম ড্রিংকিং ওয়াটার কর্তৃপক্ষকে জেল-জরিমানা করা হয়েছে। এ কারখানাগুলো বিএসটিআইর অনুমোদন না নিয়ে অপরিশোধিত পানি নিম্নমানের জারে ভর্তি করে বিক্রি করছিল।

সর্বশেষ খবর