রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মাদ্রাসা ছাত্রকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে এক মাদ্রাসা ছাত্রকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে মাদ্রাসার টয়লেট থেকে পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকার দারুল উলুম কওমি মাদ্রাসায় সদর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৪) নামে এক ছাত্রকে পুড়িয়ে হত্যা করে ফেলে রাখে। আবু বক্কর ওই মাদ্রাসার প্রায় পাঁচ বছর ধরে লেখাপড়া করছিল। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মাদ্রাসার অধ্যক্ষ ইয়াসিন  আলীসহ আটজনকে আটক করে। পরে লাশটি উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপতাল মর্গে পাঠানো হয়। শিক্ষার্থীর বাবা সিরাজুল ইসলাম জানান, তার ছেলে অত্যন্ত শান্ত। কারও সঙ্গে তার দ্বন্দ্ব ছিল না। এর বিচার চাই। সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন জানান, ঘটনা শুনে আমি ঘটনাস্থলে আসি। যেভাবে ছেলেটিকে হত্যা করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। আমরা চাই প্রকৃত হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আশা করছি দ্রুত প্রকৃত খুনি আইনের আওতায় আসবে।

সর্বশেষ খবর