সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ঢাকা সিটি নির্বাচন

দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে (উত্তর ও দক্ষিণ) নতুন যুক্ত হওয়া ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের বিষয়ে দেওয়া রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল দুই সিটির নির্বাচন নিয়ে হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তিনটি লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। ফলে রুল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দুই সিটির নির্বাচন স্থগিতই থাকল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

উত্তর ও দক্ষিণের নির্বাচন নিয়ে হাই কোর্টের দুটি বেঞ্চে দেওয়া পৃথক রুল নিষ্পত্তির জন্য বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে আপিল বিভাগের আদেশে। গতকাল আপিল বিভাগে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল ও তৌহিদুল ইসলাম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। এ ছাড়া ইসির লিভ টু আপিলে পক্ষভুক্ত হওয়া ঢাকা উত্তরে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা ছিল। গত ১৬ জানুয়ারি রাজধানীর ভাটারা ও বেরাইদ ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচন ও নতুন যুক্ত হওয়া ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন স্থগিত চেয়ে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক দুটি রিট দায়ের করেন। পরদিন দুটি রিটের শুনানি নিয়ে পৃথক রুল জারির পাশাপাশি নির্বাচন সংক্রান্ত তফসিলের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। রুলে নির্বাচনের বিষয়ে ৯ জানুয়ারি ইসির জারি করা তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। এ ছাড়াও দক্ষিণ সিটি করপোরেশেনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ১৮ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন স্থগিতের বিষয়ে পৃথক রিট করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। ওই রিটে ১৮ জানুয়ারি ডিএসসিসি নির্বাচন চার মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। পাশাপাশি নির্বাচনের বিষয়ে ৯ জানুয়ারি ইসির জারি করা তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে। এরপর ১ ফেব্রুয়ারি দুই সিটি করপোরেশনের নির্বাচন স্থগিতের বিষয়ে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় গতকাল পৃথক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আদেশ দেয়।

সর্বশেষ খবর