মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ওবায়দুল কাদেরের মাতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক

ওবায়দুল কাদেরের মাতৃবিয়োগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আজ মঙ্গলবার বাদ জোহর নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারি মুজিব কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গভীর শোক প্রকাশ করেছেন। রাতে ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুর সংবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিড় জমান। পার্লামেন্টের মন্ত্রী ও সিনিয়র নেতারা শোক বার্তা পাঠিয়েছেন। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। গত ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্রামের বাড়িতে স্ট্রোক করেন তিনি। এদিন বিকাল ৩টার দিকে তাকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেওয়া হয়। সন্ধ্যায় হাসপাতালে গিয়ে মায়ের পাশে দীর্ঘ সময় কাটান ওবায়দুল কাদের। এ সময় তিনি মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে শোক জানিয়ে সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বেগম ফজিলাতুন্নেসা ছিলেন রত্নগর্ভা মহীয়সী নারী। মৃত্যুকালে তিনি চার পুত্র, ছয় কন্যাসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত। এই মহীয়সী নারীর মৃত্যুতে গভীর এক শূন্যতার সৃষ্টি হলো, যা অপূরণীয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ হারাল একজন অভিভাবককে। রত্নগর্ভা এই মা সব সময় অনুপ্রেরণা জুগিয়েছেন। এদিকে ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারটিকে শোক সইবার মতো শক্তি প্রদান করেন। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

সর্বশেষ খবর