বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ওবায়দুল কাদেরের মায়ের দাফন সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসার (৯২) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা শেষে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাঁকে দাফন করা হয়। মাওলানা আবুল হাশেম জানাজায় ইমামতি করেন। জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয়, চট্টগ্রাম বিভাগীয়, জেলা-উপজেলা ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন মরহুমার বড় ছেলে ওবায়দুল কাদের। সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম ফজিলাতুন্নেসা মৃত্যুবরণ করেন। গতকাল ভোরে সড়কপথে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। জানাজার আগে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মরহুমার বড় ছেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, গোলাম কবির রাব্বানী চিনু প্রমুখ। জানাজায় অংশ নেন এইচ এম ইব্রাহিম এমপি, মোরশেদ আলম এমপি, নোয়াখালীর জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, সাবেক ছাত্রনেতা শাহজাদা মহিউদ্দিন, জহির উদ্দিন মাহমুদ লিপ্টন, ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংসদ সদস্যগণসহ সর্বস্তরের বিপুলসংখ্যক লোক।

সর্বশেষ খবর