শিরোনাম
বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা
পদত্যাগপত্র প্রত্যাহার

কাজে যোগ দিয়েছেন ভোটার তালিকা প্রকল্পের কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

প্রকল্প পরিচালকের আশ্বাসে পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন নির্বাচন কমিশনের ভোটার তালিকা প্রকল্পের কর্মকর্তারা। প্রকল্পের ৭২ কর্মী চাকরি ছাড়ার হুমকি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছেন তা। গত কয়েক দিনে পদের নাম ও বেতন গ্রেড পরিবর্তন, চাকরি স্থায়ী করার দাবিতে এনআইডি উইংয়ের একটি প্রকল্পের আওতায় ‘টেকনিক্যাল এক্সপার্ট’ ও ‘টেকনিক্যাল সাপোর্ট’ পদের ৭২ জন পদত্যাগপত্র জমা দেন।

নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ‘আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ)’ প্রকল্পে কর্মরত রয়েছেন তারা। ২৮ ফেব্রুয়ারির (গতকাল) মধ্যে পদের নাম ও বেতন গ্রেড পরিবর্তন, চাকরি স্থায়ী করা না হলে এই ৭২ জন ‘গণপদত্যাগ’ বিবেচনার জন্য প্রকল্প পরিচালকের কাছে আবেদন করেছিলেন। প্রকল্প পরিচালক ও ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম তার কার্যালয়ে পদত্যাগকারী প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। তাদের দাবি-দাওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন কাজ করছে বলে তিনি জানান। তিনি বলেন, পদত্যাগকারীদের মধ্যে উপস্থিত সবাই কাজে ফিরেছেন। তবে তিন-চারজন ছুটিতে থাকায় তাদের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এখন সবকিছুই স্বাভাবিক রয়েছে। ইসি সূত্রে জানা যায়, ২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরুর সময় থেকে শতাধিক লোকবল আইডিইএ প্রকল্পের অধীনে কাজ করে আসছেন। গতকাল ২৮ ফেব্রুয়ারি প্রকল্পের এ লোকবলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তারা আর চাকরিতে যোগ দেবেন না বলে হুমকিও দিয়েছিলেন। কিন্তু তারা ২৪ ঘণ্টার মধ্যে তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। প্রকল্পের একাধিক কর্মী জানান, এনআইডি উইংয়ের মহাপরিচালকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গণপদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন তারা। সময় সাপেক্ষে দাবিগুলো ইতিবাচক ও যৌক্তিকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন মহাপরিচালক।

সর্বশেষ খবর