বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা
জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভা শেষে আমু

নজরদারি মোবাইল ব্যাংকিং লেনদেনে

নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জঙ্গিবাদ প্রতিরোধ, জঙ্গি অর্থায়ন রুখতে কুরিয়ার সার্ভিস, মোবাইল ব্যাংকিংসহ সব অস্বাভাবিক অনলাইন লেনদেনে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্দেহজনক জঙ্গি অর্থায়ন নজরদারি করতে একটি কমিটিও গঠন করা হয়েছে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির অষ্টম সভা শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা। শিল্পমন্ত্রী বলেন, সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠনের অনুকূলে অর্থের অস্বাভাবিক লেনদেন, মোবাইল ব্যাংকিংয়ের অসঙ্গতি দেখলে বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে অবহিত করা। মোবাইল ব্যাংকিংয়ের নিয়ম-কানুন রয়েছে। ফরম, এনআইডি, সিম যেন ফলো করা হয়। এর যেন ব্যত্যয় না ঘটে সেদিকে দৃষ্টি দেওয়া। বিদেশ থেকে আসা বিভিন্ন অর্থ জঙ্গি তৎপরতায় ব্যবহৃত হচ্ছে কিনা সে বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিকরণ। তিনি বলেন, জাল নোটের প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। সন্দেহজনক টেলি যোগাযোগের মাধ্যমে জঙ্গি অর্থায়ন হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি চলছে। আর্থিক লেনদেনের অঙ্গতি রোধে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সেগুলো মনিটর করবে এবং সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’ আমির হোসেন আমু বলেন, জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধান করে জানা যায়, মূলত তিন ধরনের ব্যক্তি জঙ্গিবাদে অর্থায়ন করে। জঙ্গি নিজে, জঙ্গিবাদের সমর্থক ব্যক্তি, জঙ্গিবাদে সহানুভূতিশীল ব্যক্তি। নিরাপত্তা বাহিনী দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণি অর্থাৎ সমর্থক এবং সহানুভূতিশীল ব্যক্তির ব্যাপারে খোঁজ-খবর রাখে এবং সেগুলোর ব্যাপারে নজরদারি রাখছে। সীমান্তে অবৈধ লেনদেন, আদান-প্রদান বা চলাচল, স্থানান্তরের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর