বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রতিমন্ত্রী গান গাইলেন ‘আমার সাধ না মিটিল আশা না পুরিল...’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রতিমন্ত্রী গান গাইলেন ‘আমার সাধ না মিটিল আশা না পুরিল...’

নিজ কণ্ঠে গান গেয়ে মঞ্চ মাতালেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি। গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের মাঝে হঠাৎ করে নিজের মা ও পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান গাইতে শুরু করেন। ‘আমার সাধ না মিটিল, আশা না পুরিল...সকলই ফুরায়ে যায় মা...পৃথিবীর কেউ ভালো তো বাসে না...এ পৃথিবী ভালোবাসিতে জানে না...যেথা আছে শুধু ভালোবাসাবাসি...সেথা যেতে প্রাণ চায় মা...আমার সকলই ফুরায়ে যায় মা।’ হঠাৎ শিক্ষা প্রতিমন্ত্রীর মুখে মায়ের গান শুনে উপস্থিত দশ সহস্রাধিক মানুষ কয়েক মিনিটের জন্য আবেগে আপ্লুত হয়ে ওঠেন। এর আগে প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় এমপি আলহাজ হাবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ মজিবর রহমান মজনু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

এ ছাড়া অন্যদের শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার, মুনসী সাইফুল বারী ডাবলু, মকবুল হোসেন, আহসান হাবীব আম্বীয়া, অ্যাডভোকেট রেজাউল করিম মজনু, বদরুল ইসলাম পোদ্দার ববি, শাহজামাল সিরাজী, রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, কোরবান আলী মিলন, মুক্তিযোদ্ধা কে এম ওবায়দুর রহমান, শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ হাফিজুর রহমান, আবদুল হাই বারী, এম এ মতিন, আকতার উদ্দিন বিপ্লব, যুবলীগ নেতা তারিকুল ইসলাম তারেক, মোস্তাফিজুর রহমান ভুট্টো, ফারুক হোসেন, মহিলা আওয়ামী লীগের নেত্রী লায়লা আনজুমান আরা লিলি, ছাত্রলীগ নেতা সোহেল রানা, জিহাদুল ইসলাম জিহাদ প্রমুখ বক্তব্য রাখেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষাখাতও অনেক এগিয়েছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি স্কুল-মাদ্রাসায় এ বছর থেকেই কারিগরি শিক্ষা আবশ্যক করা হবে মন্তব্য করে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এ ছাড়া মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হবে।

সর্বশেষ খবর