বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দুই শিশুকে আলাদা করার অপারেশনে একধাপ অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক

দুই শিশুকে আলাদা করার অপারেশনে একধাপ অগ্রগতি

জোড়া মাথার শিশু (প্যারাসিটিক টুইন্স) রাবেয়া-রোকাইয়ার চিকিৎসার দ্বিতীয় ধাপেও সফলতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল শিশু দুটির মস্তিষ্কের মূল রক্তনালি বন্ধ করে বিকল্প পথ সচল করা হয়। সকাল ৯টায় শিশু দুটিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দুপুর দেড়টা পর্যন্ত চলে এই প্রক্রিয়া। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ বলেন, আমাদের দেখার বিষয় ছিল মূল রক্তনালি বন্ধ করে দেওয়া হলে বিকল্প রক্ত চলাচলের পথ তৈরি হয় কি না। এ পর্যন্ত আমরা সফল বলতে পারি। বিকল্প রক্ত চলাচলের পথ তৈরি হচ্ছে এবং বিকল্প পথে রক্ত চলাচল শুরু হয়েছে। এখন আমরা পরবর্তী ধাপের কথা চিন্তা করতে পারি। তিনি বলেন, যদি আমরা ব্যর্থ হতাম তাহলে আজই শিশু দুটির মৃত্যু হতো। বিভিন্ন পরীক্ষা করার পরে আমরা নিশ্চিত হলাম রক্তনালি বন্ধ করা যায়। আমরা অপারেশনের মাঝ পথে শিশু দুটির বাবা-মাকে ডাকি, তাদের অনুমতি নিয়ে আমরা স্থায়ীভাবে রক্তনালি বন্ধ করি। যে পদ্ধতিতে এগোচ্ছে পুরো প্রক্রিয়া তা বিশ্বের জন্য এবং আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা। প্রথম ২৪ ঘণ্টা খুবই ঝুঁকিপূর্ণ। তবে ওরা ভালো আছে, আমাদের বিশেষ পর্যবেক্ষণে আছে। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আজ যমজ মাথার এমআরআই এবং সিটি স্ক্যান করা হবে। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা শুরু করব আমরা।

সর্বশেষ খবর