শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রয়োজন সমন্বিত উদ্যোগ দীর্ঘমেয়াদি পরিকল্পনা

-—অধ্যাপক ড. সারোয়ার জাহান

প্রয়োজন সমন্বিত উদ্যোগ দীর্ঘমেয়াদি পরিকল্পনা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিকল্পনা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সারোয়ার জাহান বলেছেন, মশার ওষুধ আদৌ কী কোনো কাজে আসে না। ওষুধে মশা মরে না। এ ছাড়া এসব সাময়িক কোনো পরিকল্পনায় মশা সমস্যার সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সমন্বিত  উদ্যোগ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ সব কথা বলেন। বিশিষ্ট এই শিক্ষাবিদ বলেন, মশা মারা ও জন্ম নিয়ন্ত্রণ করার  প্রধান দায়িত্ব সিটি করপোরেশনের। এক্ষেত্রে তারা রাজউক, ওয়াসাসহ রাজধানীতে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে কাজ করবে। কাজটি সুষ্ঠুভাবে শেষ করার জন্য তাদের কয়েক ধাপে এগুতে হবে। বিশেষজ্ঞ, স্থানীয় প্রতিনিধি, ওয়ার্ড কাউন্সিলর, এলাকার বিশিষ্ট জনগণের সঙ্গে মতবিনিময় করতে হবে। প্রত্যেকের মতামত নিয়ে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কাজ না করলে শুধু মশার ওষুধ ছিটিয়ে দিলেই মশা নিয়ন্ত্রণ হবে না। মশার উত্পাদন এলাকাগুলো চিহ্নিত করা সবচেয়ে জরুরি। সেগুলোতে ওষুধ ছিটিয়ে উত্পাদন ও বংশবিস্তার রোধ করতে হবে। মানুষকে সচেতন করতে হবে।

 খাল, বিলসহ যেসব জলাশয়ে মশার উত্পাদন বাড়ে, সেগুলো চিহ্নিত করে জনগণের সহায়তায় উন্নয়নের প্রকল্পের আওতায় আনা হলে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

সর্বশেষ খবর