শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ওষুধ ঢালাওভাবে দিয়ে লাভ নেই

-—আবু নাসের খান

ওষুধ ঢালাওভাবে দিয়ে লাভ নেই

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেছেন, মশা নিয়ন্ত্রণে সমন্বিত কোনো উদ্যোগ আমাদের নেই। মশার ওষুধ ঢালাওভাবে না ছিটিয়ে মশা উৎপাদনের জায়গায় দিতে হবে। জলাশয় পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, খাল-বিল-লেকগুলো সুষ্ঠু ব্যবস্থাপনায় আনা অত্যন্ত জরুরি। কারণ  ওগুলোই মশার উৎপাদনের কারখানা। ড্রেন পরিষ্কার রাখা অন্যতম কাজ। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এক্ষেত্রে আমরা ব্যর্থ। মশা তাড়াতে সিটি করপোরেশনকেই দায়িত্ব নিতে হবে। তারা এক্ষেত্রে নাগরিকদের সম্পৃক্ত করে কাজ করতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। মশা সমস্যার ভয়াবহতায় নগরবাসী বিপর্যস্ত উল্লেখ করে পবার চেয়ারম্যান বলেন, মশার কয়েল কাজ করে না।

ঔষধেও কাজ হয় না। এ ছাড়া এসব কয়েল ও ওষুধ স্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রতি বছর মশার ওষুধ কিনতে যে পরিমাণ টাকা সিটি করপোরেশনের ব্যয় হয় তা দিয়ে জলাশয়-খাল-বিলগুলোর উন্নয়ন করা যায়। ড্রেনগুলো পরিষ্কার করা যায়। তাহলে আর মশা মারার জন্য ওষুধ ছিটানোর প্রয়োজন হয় না। মশার সমস্যা থেকে নগরবাসীকে সত্যিকার অর্থে মুক্তি দেওয়ার জন্য যৌথ উদ্যোগে সিটি করোপরেশনকে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর