শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পাট নিয়ে রোড শো জামালপুরের পথে

নিজস্ব প্রতিবেদক

পাট নিয়ে রোড শো জামালপুরের পথে

‘জাতীয় পাট দিবস-২০১৮’ উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর মানিকমিয়া এভিনিউ থেকে এক বর্ণাঢ্য পাট র‌্যালি ও ঢাকা-জামালপুর-ঢাকা রোড-শোর আয়োজন করা হয়। রোড শোর উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক এমপি। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, পাট অধিদফতরের মহাপরিচালক শামসুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পাটের মৌসুমে গ্রাম বাংলায় যেভাবে পাট নিয়ে যাওয়া হতো গঞ্জে, শোভাযাত্রায়  সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয় আজকের দিনের ভ্যান, রিকশার সঙ্গে  ঘোড়ার গাড়ি এবং একটি ট্রাককে নৌকার সাজে সাজিয়ে। শোভাযাত্রায় অংশ নেওয়া নারীদের পরনে ছিল পাটের শাড়ি। পুরুষদের মাথায় ছিল কৃষকের মাথাইল। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, সোনালি আঁশ পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে পাটপণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ও আধুনিকায়ন জরুরি। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ বছর পাট দিবসের প্রতিপাদ্য— ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ।’ তিনি বলেন, পাটের গৌরবোজ্জ্বল অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ৬ মার্চ দেশে দ্বিতীয়বারের মতো জাতীয় পাট দিবস উদযাপিত হবে। এ উপলক্ষে ১০ দিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে মন্ত্রণালয়। সরকারের নানা উদ্যোগে গত তিন বছরে পাটের উৎপাদন, রপ্তানি ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বেড়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে পারব।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ৮ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে সমাপনী অনুষ্ঠান। ‘ফরিদপুর-জামালপুর’ রোড শো : জামালপুর প্রতিনিধি জানান, পাটপণ্যকে জনপ্রিয় করতে এবং পাটপণ্যের ব্যবহার বাড়াতে মানুষকে উৎসাহিত করতে বর্ণাঢ্য ‘ফরিদপুর-জামালপুর’ রোড শো অনুষ্ঠিত হয়েছে। গতকাল কয়েকশ গাড়ির বহর নিয়ে রোড শোটি ফরিদপুর থেকে রওনা দিয়ে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ হয়ে বিকালে জামালপুর পৌঁছে। বিকাল সাড়ে ৪টার দিকে রোড শোর গাড়িবহর জামালপুর পৌঁছলে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের পক্ষ থেকে রোড শোকে স্বাগত জানানো হয়। পরে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রোড শোর নেতৃত্বকারী পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব হোসরুল মাহমুদ, জাতীয় তাঁত বোর্ডের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিজেএমসির উপদেষ্টা বাবুল চন্দ্র রায় ও জামালপুরের অতিরিক্তি জেলা প্রশাসক রাসেল সাবরিন।

 এ সময় বক্তারা বাংলার সোনালি ফসল পাটের পুনঃজাগরণের বিষয় উল্লেখ করে পাটপণ্যকে জনপ্রিয় ও পাটের ব্যবহার বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ খবর