রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হাতিরঝিলে শতনৌকার র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

হাতিরঝিলে শতনৌকার র‌্যালি

‘জাতীয় পাট দিবস-২০১৮’ উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর হাতিরঝিলে এক বর্ণাঢ্য নৌ-র‌্যালি ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, পাট অধিদফতরের মহাপরিচালক শামসুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

হাতিরঝিলে ১০০ নৌকার বর্ণাঢ্য র‌্যালিতে ফুটে ওঠে আবহমান বাংলার রূপ ও সৌন্দর্য। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, সোনালি আঁশ পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে পাটপণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি এর আধুনিকায়ন জরুরি। মির্জা আজম বলেন, পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ বছর পাট দিবসের প্রতিপাদ্য- সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর