রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পোশাকশিল্পে কর্মসংস্থান প্রবৃদ্ধি কমেছে

সিপিডির প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ— সিপিডি দেশের ১৯৩টি তৈরি পোশাকশিল্প কারখানার দুই হাজার শ্রমিকের মধ্যে জরিপ চালিয়ে বলেছে, এই খাতে বিগত ২০১২ থেকে চার বছরে কর্মসংস্থান প্রবৃদ্ধি কমে গেছে। নারী শ্রমিকের সংখ্যা কমেছে। কর্মকর্তা পর্যায়েও কমেছে ১৬ শতাংশ। পোশাক খাতের ৮৯ শতাংশ বোর্ডই পরিবারতন্ত্র উল্লেখ করে সিপিডি বলেছে, পুরুষ নারীদের মজুরির ক্ষেত্রে গড়ে ৩ শতাংশ বেতন বৈষম্য রয়েছে। পুরুষদের বেতন গড়ে ৭ হাজার ২৭০ টাকা। আর নারীদের ৭ হাজার ৫৮ টাকা। গতকাল গুলশানের একটি হোটেলে পোশাক খাতের সার্বিক পরিস্থিতির ওপর এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সিপিডি। এতে বক্তব্য দেন সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সংস্থাটির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সহসভাপতি ফজলে শামীম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব মিকাইল শিপার, শ্রমিক নেতা বাবুল আক্তার, মন্টু ঘোষ, সামসুন নাহার প্রমুখ। ড. দেবপ্রিয় ভট্টাচার্য্যের সঞ্চালনায় গবেষণা প্রতিবেদন উপস্থান করেন ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম। প্রতিবেদনে বলা হয়, বিগত ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই চার বছরে পোশাক খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩ শতাংশ। যা ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত ছিল ৪ দশমিক শূন্য ১ শতাংশ। সে হিসেবে চার বছরে কর্মসংস্থানের প্রবৃদ্ধি কমেছে দশমিক ৭১ শতাংশ। সার্বিকভাবে তৈরি পোশাক খাতে নারী শ্রমিকের সংখ্যাও কমেছে। প্রতিবেদনে সিপিডি আরও বলেছে, রানা প্লাজা দুর্ঘটনার পর দেশে পোশাক খাতে সামাজিক অগ্রগতি হলেও অর্থনৈতিকভাবে অগ্রগতি পিছিয়েছে। এ সময় নারী-পুরুষের বেতন বৈষম্য কমলেও, নারী কর্মসংস্থানের হার কমেছে। এই গবেষণা প্রতিবেদন নিয়ে আলোচনাকালে সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, পোশাক শিল্পে এখনো ট্রেড ইউনিয়নের সঠিক প্রয়োগ হচ্ছে না। অর্থনৈতিক স্তর উন্নয়নের প্রক্রিয়াই হলো— সামাজিক স্তর উন্নয়ন। ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, দেশের অর্থনৈতিক পরিবর্তন ছাড়া সাময়িক এই সামাজিক পরিবর্তন ধরে রাখা কঠিন হবে। এক্ষেত্রে শ্রমিকবান্ধব পোশাকশিল্প গড়ে তুলতে হবে। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, প্রতিযোগিতার বাজারে ক্রেতারা যেখানে কম দামে পাবেন, সেখানেই যাবেন। ক্রেতাদের সঙ্গে দরকষাকষির সক্ষমতা এখনো আমাদের শতভাগ পোশাক মালিকদের গড়ে ওঠেনি। আগামী তিন থেকে চার বছরে সেই সক্ষমতাও অর্জন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর