মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। একই দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী অবস্থান কর্মসূচিরও ঘোষণা দিয়েছে দলটি। রাজধানীতে আজ সকাল ১১টা থেকে এক ঘণ্টা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। আগামী বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করবে বিএনপি। গতকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, ‘ঢাকায় মানববন্ধন কর্মসূচি হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। আমরা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। আগামী ৮ মার্চ আমাদের ঘোষিত ঢাকাসহ সারা দেশে যে অবস্থান কর্মসূচি পালিত হবে, সেটি কেন্দ্রীয়ভাবে হবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১১টা থেকে ১২টা পর্যন্ত। এ বিষয়টিও পুলিশকে অবহিত করেছি।’

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত। এর প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসভা হবে তার প্রস্তুতি চলছে। আমরা মহানগর পুলিশ ও গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীকে ইতিমধ্যে চিঠি দিয়েছি অনুমতির জন্য।’ তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার বেগম খালেদা জিয়াকে শুধু মিথ্যা সাজানো মামলায় কারাগারে নিয়ে ক্ষান্ত হয়নি। তারা এখন আরেক ষড়যন্ত্র করছে। তার মামলার নথি উচ্চ আদালতে পাঠাতে বিলম্ব করা হচ্ছে।’

সর্বশেষ খবর