বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু সাত দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানার নাশকতার এক মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে সাত দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। একই সঙ্গে যুবদল ও ছাত্রদলের ১১ নেতা-কর্মীর তিন দিন করে রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এর আগে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় শাহবাগ থানা পুলিশ আসামি শফিউল বারীর ১০ দিন এবং অন্য ১১ জনের সাত দিন করে রিমান্ডের আবেদন করে। রিমান্ড আবেদনে বলা হয়, মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার মুক্তি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। তখন পুলিশ তাদের রাস্তায় প্রতিবন্ধকতা না করে কর্মসূচি পালন করতে বললে আসামিরা পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ ঘটনার ইন্ধনদাতা, মদদদাতাদের তথ্য সংগ্রহের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শফিউল বারী ছাড়া অন্য আসামিরা হলেন ঢাকা মহানগরী উত্তরের ১৭ নম্বর ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক রফিক দেওয়ান, উত্তর ছাত্রদলের সহসভাপতি জাকির হোসেন, উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্মসম্পাদক মামুন হোসেন ও হাফিজুর রহমান, মহানগরী উত্তর ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক আতিকুর রহমান, সবুজবাগের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদল সম্পাদক আজিজ আহমেদ, কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সহসম্পাদক রকিবুল ইসলাম, গৌরীপুর কলেজ ছাত্রদলের সম্পাদক খন্দকার ইমন আহমেদ, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সহসভাপতি রুমন খন্দকার ও সদস্য সাইফুল ইসলাম।

সর্বশেষ খবর