শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন ৪০ ঘণ্টা ধরে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বানিয়ারচালা এলাকার মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলের তুলার গুদামের আগুন প্রায় ৪০ ঘণ্টা পরও গতকাল সন্ধ্যা পর্যন্ত পুরোপুরি নেভাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকালও ধ্বংসস্তূপে মাঝেমধ্যেই আগুন জ্বলে উঠতে দেখা গেছে। আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও শ্রীপুর স্টেশনের কর্মীরা লাগাতার ড্যাম্পিংয়ের কাজ করছেন। আগুনে কারখানার ওই গুদামে মজুদ থাকা সুতা তৈরির কাঁচামাল ৪ হাজার ৮২০ টন তুলা ইতিমধ্যেই পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানান, সদর উপজেলার বাঘের বাজার বানিয়ারচালায় মোশারফ নিট কম্পেজিট টেক্সটাইল মিলের বিশালাকৃতির গুদামে বুধবার রাত সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। কারখানা কর্তৃপক্ষ জানায়, ৪ হাজার ৮২০ টন কাঁচা তুলা কারখানার গুদামে  মজুদ ছিল। ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদামসহ সবটুকু তুলা, মালামাল স্থানান্তরের কাজের জন্য ছয়টি ফর্কলিফটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৮২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে এ কারখানা পেয়েছে জাতীয় পুরস্কার।

সর্বশেষ খবর